আমাদের কথা খুঁজে নিন

   

জমে উঠতে শুরু করেছে ইউরোপিয়ান ফুটবল ।।

নিজের ছাঁয়ার কাছ থেকে পালিয়ে থাকার প্রানান্তকর প্রচেষ্টায় আছি।
বরাবরের মতই বক্সিংডের আগে জমে উঠেছে ইউরোপিয়ান ফুটবল । । প্রচলিতো নিয়ম অনুযায়ী ক্রিসমাস ইভ এর পরের দিনটি ২৬-২৭ শে ডিসেম্বর বক্সিং ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ।

আর এই উইকেন্ডে যে ফুটবল ম্যাচ থাকে তাকে বকিংডে ম্যাচ বলে অভিহিতো করা হয়ে থাকে। । মুলোতঃ বক্সিংডে ম্যাচ সব সময় ইউরোপিয়ান ফুটবলের মওসুমের প্রথম ভাগের সমাপনী আর দ্বিতীয় ভাগের সূচনা করে থাকে। । আর প্রত্যেক বার ইউরোপিয়ান ফুটবল এই সময়ে এসে ভালো মত জমে ওঠে।

। এই সময়ের পারফর্মেন্স দেখে বোঝা যায় এই মওসুমে মোট কতটি দল এখনো শিরোপার দৌড়ে টিকে আছে। । বর্তমানে ইংলিশ ফুটবলে টেবিলে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এক ম্যাচ কম খেলে আর্সেনালের থেকে এক পয়েন্টে পিছিয়ে আছে। । চেলসি পিছিয়ে আছে ২ পয়েন্টে। । আর ম্যাঞ্চেস্টার সিটি পিছিয়ে আছে ৩ পয়েন্টে ।

। আগামী সোমবার আর্সেনালের সাথে আছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ । । একই উইকেন্ডে চেলসি খেলবে শক্তিশালী টটেনহ্যাম হটস্পার্সের সাথে। ।

ম্যাচ ২ টার রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। । এর পরের উইকেন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে চেলসির সাথে । । তার পরের উইকেন্ডে বক্সিংডে তে চেলসি খেলবে আর্সেনালের সাথে।

। সুতরাং লীগ টেবিলের শীর্ষে অবস্থান কারী দল গুলো পরস্পরের মুখোমুখি হচ্ছে স্বল্প সময়ের ব্যাবধানে। । এই ম্যাচ গুলোর রেজাল্ট হয়তো কোনো দল কে চ্যাম্পিয়ন করতে পারবেনা,তবে ম্যাচ গুলো থেকে কোনো একটি দল যদি ভালো ফলাফল করতে পারে,সে শিরোপার অনেক কাছা কাছি চলে যাবে। ।

বলা যায়না, এই সময়ে ম্যাঞ্চেস্টার সিটি খুব বেশি কঠিন প্রতিপক্ষের সাথে মাঠে নামছেনা। । রথি মহারথিরা নিজেদের নিয়ে ব্যাস্ত থাকার সময়ে হয়ত আসল লাভবান হবে ম্যাঞ্চেস্টার সিটি। । ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিল বর্তমান বিশ্বের সব থেকে প্রতিযোগীতা পুর্ন ফুটবল লীগ হচ্ছে বার্ক্লেস প্রিমিয়ার লীগ।

। সুতরাং কে কখন কি করে বসে তা আগে থেকে বলার কোনো অবকাশ নাই। । এখন পরযন্ত তিনটি (কিংবা চারটি)দল (আর্সেনাল,ম্যাঞ্চেস্টার ইউনাইটেড,চেলসি) শিরোপার লড়াইয়ে টিকে আছে। ।

ম্যাঞ্চেস্টার সিটি কেও বাদ দিয়ে দেওয়া যায়না। । শেষ চ্যাম্পিয়ন্সলীগ স্পটের জন্য লড়ছে আরো পাঁচটি দল (ম্যান সিটি,টটেনহ্যাম,লিভারপুল,বোল্টন,সান্ডারল্যান্ড)। । যদিও বোল্টন,সান্ডারল্যান্ড শেষ পরযন্ত লড়াইয়ে টিকে থাকতে পারবে কিনা সন্দেহ আছে।

। আবার এভারটন, এস্টন ভিলা টানা কিছু ম্যাচ ভালো খেলে চতুর্থ হবার লড়াইটাকে জমিয়ে দিতে পারে। । এই মওসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে ৪ টি দল উয়েফা চ্যাম্পিয়ন্সলীগে অংশগ্রহন করে তাদের ৪ টিই দ্বিতীয় রউন্ড নিশ্চিত করেছে,যাদের ৩টি স্ব-স্ব গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর আর্সেনাল গ্রুপ রানার্সাপ হয় । ।

আন্যদিকে ইতালিয়ান সিরি-এ তে ইন্টারমিলানের শিরোপা ধরে রাখার পথটা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। । টেবিলে শীর্ষে থাকা মিলানের থেকে তারা ১০ পয়েন্টে পিছিয়ে আছে। । এইবার হয়তো এ.সি. মিলানই শিরোপা জয়ী হবে।

। সিরি এ থেকে ৩ টি দল উয়েফা চ্যাম্পিয়ন্সলীগে অংশগ্রহন করে তাদের ৩ টিই দ্বিতীয় রউন্ড নিশ্চিত করেছে গ্রুপ রানার্সাপ হয়ে। । সিরি এ টেবিল লা লিগাতে দুই মহারথীর লড়াই অব্যাহত আছে। ।

শিরোপা বার্সা অথবা রিয়াল একজন জিতবেই। । এই দুই জনের বাইরে তৃতীয় কেউ নাই। । লা লিগা থেকে ৩ টি দল উয়েফা চ্যাম্পিয়ন্সলীগে অংশগ্রহন করে তাদের ৩ টিই দ্বিতীয় রউন্ড নিশ্চিত করেছে।

। রিয়াল,বার্সা গ্রুপে চ্যাম্পিয়ন হলেও ভ্যালেন্সিয়া রানার্সাপ হয়ে শেষ ১৬ তে পদার্পন করে। । লা লিগা টেবিল জার্মানীতে বায়ার্ন মিউনিখ অকল্পনীয় খারাপ শুরু করেছে। ।

আগামীবার তারা চ্যাম্পিয়ন্সলীগে খেলতে হলে তাদের অনেক পথ পাড়ি দিতে হবে। । লীগে মেইঞ্জ ০৫ উড়ন্ত সুচনা করলেও শেষ পরযন্ত ডর্টমুন্ড নয় পয়েন্টের লিড নিয়ে শিরোপার পথে এগিয়ে আছে। । জার্মানী থেকে ২টা দল উয়েফা চ্যাম্পিয়ন্সলীগের শেষ ১৬ তে উঠেছে।

। বুন্দেস লিগা টেবিল এ ছাড়াও ২টি ফরাসী দল (মার্সেই, লিও), একটি ডেনিস (কোপেন হেগেন) এবং একটি ইউক্রেনিয়ান দল (শাক্তার দনেতশক) শেষ ১৬ এর জন্য কোয়ালিফাই করে। । উয়েফা চ্যাম্পিয়ন্সলীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিতো হবে আগামী ১৭ই ডিসেম্বর । ।

আর সেটি আবারো মাঠে গড়াবে ফেব্রুয়ারীর মাঝা-মাঝিতে । ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।