আমাদের কথা খুঁজে নিন

   

১১ ডিসেম্বর বিশ্বনাথমুক্ত দিবসের আলোচনা সভায় আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এম.পি মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান

নাজমুল ইসলাম মকবুল

১১ ডিসেম্বর বিশ্বনাথমুক্ত দিবসের আলোচনা সভায় আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এম.পি মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান সিলেট-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের যথাযথ মুল্যায়ন করা আমাদের সকলের দায়িত্ব। তিনি বলেন ৭১ এর বীর মুুক্তিযোদ্ধাদের অপরিসীম আত্মত্যাগ ও বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা অর্জন করি হাজার বছরের কাঙ্খিত স্বাধীনতা। এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে সাধারণ মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। তিনি আরও বলেন বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার হবে, এতে সংশয়ের কোন কারণ নেই।

১৯৭১ সালের ১১ই ডিসেম্বর ঐতিহাসিক বিশ্বনাথমুক্ত দিবস উপলে ৭১ এর গর্বিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম’র উদ্যোগে ও বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহযোগিতায় গত ১১ই ডিসেম্বর শনিবার বেলা ৩টায় বিশ্বনাথ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মজম্মিল আলী, সাধারন সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শানুর আলী, আব্দুল কুদ্দুছ, হারিছ উদ্দিন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সহ সভাপতি আব্দুল হান্নান, উপজেলা সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিশ্বনাথ প্রেসকাব সভাপতি আব্দুল আহাদ, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্য নেছার আহমদ, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মোঃ মধু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার প্রজন্ম এর সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মুক্তিযোদ্ধার প্রজন্ম’র সাধারন সম্পাদক লিমন মিয়া, সদস্য আজিজুর রহমান, বিশ্বনাথ থিয়েটারের সহ সভাপতি আনহার আলী, প্রচার সম্পাদক সোহেল বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসকাবের সহ সভাপতি স্বপন দাশ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তপন দাশ, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবরুছ আলী, উপজেলা যুবলীগ নেতা মকদ্দুছ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সিতার মিয়া, সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল আহমদ প্রমূখ। মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ মরতুজ আলী, আং আহাদ, আজমান আলী, ছায়েদ আলী, এখলাছুর রহমান, আং করিম, ইছব আলী, ছিদ্দেক আলী, নুর ইসলাম, আং ছত্তার, রজব আলী, জমির আলী, আছলম আলী, ইন্তাজ আলী, শওকত আলী, আং মুতলিব, আং ছত্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা ভারপাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রব, শেখ শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, বিশ্বনাথ প্রেসকাবের ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম বেগ, খোকন সুত্রধর, রঞ্জিত মালাকার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এম.পি অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সাহায্য প্রদান করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।