আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা---আমি বন্য হবো

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

আমি বন্য হবো তোমার অরণ্যে স্বপ্ন দেখেছিলাম এক চাঁদনী রাতে। বর্ষণমুখর ছিল সেই রাত। থৈ থৈ পানির বুকে কেঁপে উঠেছিল মেঘের দেয়াল ডিঙিয়ে জেগে উঠা চাঁদ। তবু আমি স্বপ্ন দেখেছিলাম।

আমার চারপাশে বাতাসের তান্ডব ছিল রাতের গভীরতার বুকে নৈশব্দের হুটোপুটি খেলার মাতন ছিল, বাতাসের গায়ে ভেজা পাপড়ির গন্ধ ছিল, টুপুর-টাপুর বৃষ্টির ছন্দ ছিল। আর বৃষ্টিভেজা পাতার আড়ালে ঝি ঝি পোকারা ভালবাসায় মেতে উঠেছিল। আমি সব কিছুর মাঝে জাগিয়ে রেখেছিলাম নিজকে তোমার অরণ্যে বন্য হবো বলে। মনে মনে সেজেছিলাম আমি ভেজা পাতার শাড়ি পরে। বৃষ্টির টিপ পরেছিলাম কপালে, ঝরে পড়া ফুলের পাপড়ি গুজেছিলাম খোঁপাতে।

রাতের গভীরতার কাছ থেকে নীরবতা ধার করে ছড়িয়ে দিয়েছিলাম চারপাশে। যেন তোমার নিঃশব্দ আগমনকেও আমি অভিবাদন জানাতে পারি। তারপর আমার অপেক্ষা, শুধুই অপেক্ষা আজও আছি অপেক্ষায়। তুমি আসবে ফুলে ফুলে অরণ্য সাজিয়ে আমি বন্য হবো সেই অরণ্যে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।