আমাদের কথা খুঁজে নিন

   

মেসি-নেইমারে বিধ্বস্ত থাইল্যান্ড

পাঁচ দিন আগেই সান্তোসকে ৮-০ গোলে হারিয়েছিল জেরার্দো মার্তিনোর দল। ব্যাংককে বুধবার রাতে তার নির্দেশনায় দল দেখালো আক্রমণাত্মক ফুটবলের আরেকটি নিদর্শন।
দর্শকে পরিপূর্ণ রাজমঙ্গল জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে সেস ফ্যাব্রেগাসের নিচু ক্রস থেকে দক্ষতার সঙ্গে বার্সেলোনার হয়ে নিজের প্রথম গোলটি করেন নেইমার। রক্তশূন্যতা থেকে সেরে উঠা ব্রাজিলের এই তারকাকে এই প্রথম শুরুর একাদশে রেখেছিলেন কোচ মার্তিনো।
দুই মিনিট বাদেই পেনাল্টি থেকে মেসির গোল।

প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন মেসি। ১৯ মিনিটে তার সাজিয়ে দেয়া বল থেকে গোল করেন পেদ্রো।
বার্সেলোনার আক্রমণে দিশেহারা থাইল্যান্ড ২৫ মিনিটেই একহালি গোল খেয়ে ফেলে নেইমারের ফ্রিকিক থেকে মেসি তার দ্বিতীয় গোল পেলে। ৩৫ মিনিটে আবার মেসির নৈপুণ্য আর পেদ্রোর দ্বিতীয় গোল।
প্রথমার্ধের শেষের দিকে পেনাল্টি থেকে গোল করে তিরাসিল ডানংদা স্বাগতিকদের একটু উচ্ছ্বাসের সুযোগ দেন।


দ্বিতীয়ার্ধে দলের আটটি পরিবর্তন আনলেও বার্সার আক্রমণের ধারা কমেনি। ৪৮ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। এক মিনিট বাদেই ইনিয়েস্তার নীচু ক্রস থেকে গোল করে গোলের ব্যবধান ছয় করেন অ্যালেক্সিস সানচেজ।
শনিবার কুয়ালালামপুর মৌসুম শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা। লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ১৮ অগাস্ট লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।