আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারন একজন মানুষ তার সমস্ত জীবন ব্যয় করেছিলেন আমাদের জন্য । আমরা কি তাকে সম্মান জানাতে একটু সময় ব্যয় করতে পারি ?



ক্লাস এইটের ফাইনাল পরীক্ষার পর যথারীতি গল্পের বই কিনতে নিউমার্কেট গিয়েছি । দোকানী আমার পছন্দের বই দেখে একটু বিস্মিত । তার ধারনা যে বইটা আমি কিনতে এসেছি সেটা আঁতেলীয় বই । পাঠ্য বইয়ের রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে । বাংলা সাহিত্যের ছাত্রীরা নিতান্ত বাধ্য হয়ে পড়বে ।

শখ করে কেউ এই বই কেন কিনবে ? তার এই ধারণা আমাকে খুব বিরক্ত করলো । কারণ এই বইয়ের অংশবিশেষ বিভিন্ন্ জায়গায় ছেড়া ছেড়া পড়ে আমার মন ভরছিলোনা । ভীষন আকর্ষণীয় এই লেখার সবটুকুই আমি জানতে চেয়েছিলাম । বইটা ছিল বাংলা একাডেমী প্রকাশিত 'রোকেয়া রচনাবলী' । এই বইটা কিনে বাসায় নিয়ে গোগ্রাসে পুরোটা পড়ে শেষ করেছিলাম ।

একবারও মনে হয়নি বইটা বোরিং , কিংবা আঁতেল-মার্কা নারীবাদী বই । কেন আমার সহপাঠীরা এইটা পড়তে আগ্রহী হয়না অথবা কেউ এটাকে পাঠ্য বই ভাবে , এটা আমাকে অবাক করল । গতকাল প্রথম আলোতে নারীমঞ্চে ছাপা হয়েছে এখনকার আধুনিক নারীদের সাক্ষাতকার । প্রত্যেকেই তারা ভালো ভালো জায়গায় পড়াশোনা করছেন । আমি নিশ্চিত যে তারা সবাই খুব অধিকার-সচেতন ।

কিন্তু একটি মাত্র মেয়ে বাদে আর কেউ বলতে পারেননি বেগম রোকেয়া আমি পড়েছি । অধিকাংশ মেয়েই বলেছেন তারা 'গল্পের বই' বা পাঠ্যবইয়ের বাইরের বই পড়েননা । বেগম রোকেয়া সম্পর্কে তাদের জ্ঞানের [যেটুক আছে আর কি] পুরোটাই ওই ক্লাস নাইন আর এইচ.এস.সি. তে পড়া 'অর্ধাঙ্গী' আর 'জাগো গো ভগিনী' থেকে । পাশের প্রয়োজনে মুখস্থ করা সেই লাইনগুলোই বলে গেলেন পত্রিকার পাতায় । তিনি কত মহিয়সী নারী ছিলেন ।

হ্যানো ত্যানো । আজকে সারাদিন অপেক্ষা করলাম । ভোরবেলা দুটা ছোট্ট পোস্ট ছাড়া আর কেউ ব্লগে তাকে স্মরন করেনি । ওই দুটা পোস্টের হিট ১৫ আর ৩২ । মনটা খুব খারাপ হয়েছে ।

এমন অসাধারন একজন মানুষকে আমরা ভুলে গেছি । নারীর অধিকার নিয়ে আমরা হাউকাউ করি । কিন্তু এই নিয়ে আমাদের মনে ওঠা অধিকাংশ প্রশ্নের জবাব যে তিনি তার লেখায় দিয়ে গিয়েছেন তার খোঁজও আজকালকার মেয়েরা রাখেনা । বেগম রোকেয়া যে শুধু নারীবাদী প্রবন্ধ লিখেছেন তা নয় । তার সমসাময়িক সমাজ ও আরো নানা প্রসঙ্গ তার লেখায় বারবারই এসেছে ।

ভীষন মেধাবী এই শিক্ষিকার লজিক-এর সেন্স যেমন অসাধারণ ছিল , তেমনি তার সেন্স অফ হিউমার । ক্ষুরধার ভাষারীতি দিয়ে পাঠককে শেষ লাইনটি পর্যন্ত টেনে রাখার ক্ষমতা প্রতিটি লেখাকে করেছে ভীষন আকর্ষনীয় । কিন্তু সবকিছু ছাপিয়ে বারবার যেটা আমার চোখে পড়ে তা হলো তার তীব্র মমতা আর ভালোবাসা । যাদের জন্য লিখেছেন আর যাদের নিয়ে লিখেছেন , সবার প্রতি । এত গভীর বেদনা আর মমতা নিয়ে লেখাগুলো লিখেছিলেন বলেই হয়তো সেগুলো নারী-পুরুষ-নির্বিশেষে সবার মনকে ছুয়ে গিয়েছিলো ।

কিন্তু না পড়লে কি করে জানবেন কি অসাধারণ একটা উপহার পেয়েছিলাম আমরা , কপালপোড়া এই বাঙালি জাতি ? কোন লেখাগুলো শুধু মেয়েদেরকে নয় , ছেলেদেরকেও নতুন করে ভাবতে শেখালো ? কেন আজকের দিনটিতে বেগম রোকেয়া দিবস পালন করা হয় ? সবাইকে একটা ছোট্ট অনুরোধ । শুধু তার জীবনী নয় , তার লেখা বইগুলোও একটু সময় করে পড়বেন । তিনি কী বলতে চেয়েছিলেন , তা নিয়ে একটু ভাববেন । যে মানুষটা আমাদেরকে ঘরের বাইরে বের হবার অধিকার , মাথা তুলে দাড়াবার অধিকার দেবার জন্য সমস্ত জীবন সাধনা করে গেছেন , তাকে এইটুকু সম্মান তো আমরা দিতেই পারি , তাই না ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.