আমাদের কথা খুঁজে নিন

   

নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

আমি তোমার নামটা জানি একটু আধটু চিনি খুঁজতে নেমে আমি তোমায় স্বপ্ন দিয়ে কিনি সাধ জাগে তাই তোমার হাসি রক্ত দিয়ে কিনি নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি। রাত দুপুরে বুঝতে পারি খুঁজতে গেছে ঘুম প্রজাপতির ডানায় খুঁজি বিপন্ন বাসভূম নদীর কাছে পায় না নদী চোখের ভেতর খুঁজি বাধলে লড়াই তোমায় আমি- দারুন করে বুঝি একাত্তরের কাছে তো তাই- হাজার বছর ঋণী সাধ জাগে তাই তোমার হাসি- রক্ত দিয়ে কিনি নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি। ভর দুপুরে পায় না বলে সেই রোদটা খুঁজি নানা রঙের শকুন বিলায় বেঁচে ওঠার পুঁজি পুঁজির লোভে নিজকে বিকায় নষ্ট জীবির দলই ত্রিশ কোটি বাহুতে আগুন এইটুকু সম্বল একাত্তরের কাছে তো তাই হাজার বছর ঋণী সাধ জাগে তাই তোমার হাসি রক্ত দিয়ে কিনি নতুন করে বাংলাদেশ জেগে ওঠো তুমি। ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?topajjbk44yj1ht

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.