আমাদের কথা খুঁজে নিন

   

শেষ সাতদিন...

একা পাখি বসে আছে শহুরে দেয়াল এ...

এই ব্লগের সদস্য আমি অনেকদিন ধরে...কিন্তু এখন পর্যন্ত পড়ার ক্ষেত্র পার হয়ে লেখার ক্ষেত্রে প্রবেশ করা হয়ে উঠেনি...এর অনেক কারন...নিজের ইচ্ছার সাথে হয়ত সময়কে মিলাতে পারিনি...আবার সময় পেয়েও হয়ত লিখতে ইচ্ছা করেনি। ব্লগ এ হয়ত ঢুকেছি লিখার জন্য,পড়তে বসে গেলাম... আরো একটি বড় কারন না লিখার সেটা হল আমি বেশ কয়েকবার কোন কিছু লিখতে গিয়েও পিছনে চলে এসেছি...কারন হয়ত আমার লেখাকেও অনেকে রাজনীতির সাথে মিলিয়ে ফেলবেন এবং দুটা ধারার যে কোন একটাতে আমার লেখাকে টেনে নিয়ে যাবেন...অনেকে হয়ত আমার লিখায় আস্তিকতা নাস্তিকতার গন্ধ পাবেন...কিন্তু আমি ছোট মানুষ...হয়ত এত কিছু চিন্তা করে লিখিইনি । পরে নিজের লিখার এত বিশ্লেষন দেখে হয়ত নিজেরি খারাপ লাগবে। প্রথম পোস্ট হিসেবে হয়ত অনেক আকর্ষণীয় কিছু দিলে আমার জন্য ভালো হত। কিন্তু তাতে হয়ত শুরুতেই নিজেকে বিতর্কিত করে ফেলা হত।

সেজন্য প্রথম পোস্ট হিসেবে আমার খুব পছন্দের একটি গান তুলে দিলাম । হয়ত এই গানটা অনেকেই এর আগে শুনেছেন(যারা একটু মেটাল শোনেন তারা তো অবশ্যই)। অর্থহীন এর নতুন দিনের মিছিল অ্যালবাম এর সাতদিন গানটার কথা বলছি । এই গানটার কথাগুলো আমার অসম্ভব রকম পছন্দ। নিজের সাথে মিলিয়ে ফেলি প্রায়ই।

এখানে এই খুনী ছেলেটা একজন মানুষকে খুন করে শেষসাতদিন কাটাচ্ছে , কিন্তু আমাদের মধ্যে এমন মানুষ কি কম যারা নিজের,নিজের বাবা মায়ের স্বপ্নকে খুন করে বাকি জীবন অনুশোচনার মধ্য দিয়ে কাটিয়ে দিবে??? গানটা ২৮ মিনিট ৩১ সেকেন্ড এর । কষ্ট করে পুরোটা পড়লে হয়ত অনেকেরই ভালো লাগবে... অশ্লীল আধার কালো ঘরে বসে আমি একা কেউ নেই মোর পাশে চারিদিকে শুধুই শূন্যতা জানালাটা দিয়ে জোছনা দেখার চেষ্টা উলটানো শুরু করি হারানো স্মৃতির পাতা... আজ আমার রক্তের রঙ হয়ে গেছে কালো কে যেন ডাকছে আমায় নরক দেখবে চল মনে পড়ছে মা আজ তোমায় বাবার সেই কথাগুলো মোরে কাদায়... ছেলে আমার অনেক বড় হবে তারা ঘেরা ওই আকাশটা ছবে ছেলে আমার অহংকার বলত আমার বাবা বারবার সেই ছেলে আজ একাকি বসে আধারে মৃত্যুর দিন গোনে আকাশ ছোয়া তো দুরের কথা জোছনাটাই সে দেখতে পায়না আধার মোড়া ফুসফুস আমার গুমড়ে কেদে ওঠে জীবনের শেষ ছয়টি দিন আজ বিদ্রুপ করে মোরে স্বপ্নগুলো এখন তিন দেয়ালে ইতস্তত সাদা কালো অন্ধকার আর অকস্মাৎ একটি বুলেট মানুষের মরা রক্ত শুণ্য ফ্যাকাসে চোখ শীতল থাকে , তাকায় প্রথম বুলেটে কেমন অবশ আমি ছিলাম কঠিন পাথর এক মৃত্যু হয়ে দাড়ায়ে ভয়ের বোবা অনুভুতি দেখেছি প্রথম নিজের চোখে বন্দী ঈশ্বরের মত অপলক এই চোখে রক্তের রঙ্গীন উল্লাসে একটি বুলেট ছত্রভঙ্গ করে স্বপ্নের মিছিল তিনটি দেয়াল এর ক্যানভাসে অতীত এসে দাঁড়ায় ছায়াঘরে অন্ধকার পৃথিবীর স্মরণীতে যখন নেমেছি অলক্ষ্যে , ক্রমশ হারিয়েছি মুখোশে... মারনাস্ত্রের ধ্যানে মিশে , না মানুষের ভ্রান্ত স্রোতে ছায়াঘরে অতীতের ছায়া উড়ে , বাতাসের স্বপ্ন উড়ে তিন দেয়ালের মৃত্যু ঘরে,মৃত বুলেটের বিস্বাদ সঙ্গী হৃদপিন্ডের ক্লান্ত ভিতরে , ফুলের সমাধিক্ষেত্রে আমি... ছিল ভালোবাসা , ছিল অনেক আশা গোধুলী বেলায় , আকাশে ছবি আকা ছিল জোছনাতে , ক্লান্ত আকাশ দেখা স্বপ্নের খাতায় , কবিতা লেখা আজ আমার দু' চোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে বেদনার চোরা বালিতে যাচ্ছি আমি তলিয়ে আঁধার ভরা ফুসুফস আমার আজ মৃত্যর দিন গোনে ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে ছিল স্বপ্ন আমার , দুরের আকাশ ছোয়া বৃষ্টির সাথে , আনমনে কথা বলা ছিল জীবন আমার , সুখের চাদর মোড়া একাকি বসে সারারাত তারা গোনা... আজ আমার দু' চোখ বেয়ে রক্তের অশ্রু ঝরে বেদনার চোরা বালিতে যাচ্ছি আমি তলিয়ে আঁধার ভরা ফুসুফস আমার আজ মৃত্যর দিন গোনে ক্রোধের সাগরে যাচ্ছি আমি হারিয়ে স্বপ্ন ভাঙ্গা দিবস আমি আজ করছি উদযাপন কেউ নেই আমার পাশে একাকিত্ব অনুক্ষন ঘরের সিলিং টাতে ছিল আকাশ আকা সাবসিডাইজড সন্ত্রাসতন্ত্র স্বপ্ন ভাঙ্গার কারখানা আর একটি রাত , পেরিয়ে যায় আমায় ছেড়ে হারিয়ে যাওয়ার পথে আর একটি গান , শেষ হয়ে যায় থেমে থাকে এই তিন দেয়ালের ঘরে আমি এখনো যে স্বপ্ন দেখি বদ্ধ এ ঘরটায় তেপান্তর খুজি আমি আধারে আলো আকি তিনটি দেয়াল এ কবিতা লিখি তবু...আকাশ খুজি...ঘরের সিলিং এ ঝাপসা চোখে তবুও... বাস্তবতায় মিলিয়ে যায়, আগলে রাখা সব কল্পনা...আমার অন্ধকার এ ঘরটাতে,ভাবছি তোমায় বসে সিগারেট এর ছাইগুলো,যাচ্ছে মিশে জীবনে তবু এ মনটা , মানেনা কোন বাধা জীবনের শেষ প্রান্তে , উল্টাই স্মৃতির পাতা শুনছ কি তুমি,আমার এই বিদায়ের গান... অন্ধকার এ ঘরটাতে,স্মৃতিগুলো আজ কাদে মনে পড়ে তোমার কথা,জানি তুমি নেই পাশে তবুও এ মনটা আমার, ছবি আকে রঙ্গিন যাচ্ছি চলে এ ঘরটা ছেড়ে...আর বাকি একটি দিন শুনছ কি তুমি,আমার এই বিদায়ের গান... তবু এ হৃদয় মানেনা কোন বাধা তবু এ মন শোনেনা কোন কথা একটি ভুলের জন্য,সূর্যটা যে ডুবে গেল বোবার এই চিৎকার , শুনতে কি তুমি পাচ্ছ??? ঘুম ভেঙ্গে যায় আমার হঠাৎ করেই দুঃস্বপ্নের হাতছানি কোথায় যে জোছনাটা দেখব বলে তাকাই জানালাতে কিন্তু এখনো দেখিনা কেন জোছনাকে আমি কোথায়???প্রশ্ন করি শুধুই নিজেকে সবকিছুই দেখতে কেন দুঃস্বপ্নের মত লাগে বাস্তব কেন স্বপ্নের মাঝে মিলে যায় আজকে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আমি তিন দেয়াল এ বন্দী... না.............................. (বিঃদ্রঃ আমি লিখার সময় বারবার গাওয়া জায়গা গুলো একবার লিখেছি,যারা গানটা শুনেছেন তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।