আমাদের কথা খুঁজে নিন

   

কিং খানের সম্মানে কাদা-নৃত্য



মিডিয়া পার্টনার বৈশাখী টেলিভিশন জানিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান আজই বাংলার মাটিতে অবতরণ করছেন। কাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে বহুল আলোচিত বহু বিজ্ঞাপিত অনুষ্ঠান। আমাদের বলিউড প্রেমী তরুণ সমাজ মুখিয়ে আছে সে অনুষ্ঠানে যোগ দেবার জন্য। বৈশাখী টিভি অবশ্য আমাদের সংস্কৃতি জগতের বহু রথী মহারথী, বয়স্ক ভক্ত অনেকের খুশীর অনুভূতি জানিয়েছে আমাদের। ইতিমধ্যে আগ্রহীরা তৃতীয় বিশ্বযুদ্ধের মত কঠিন যুদ্ধে জয়ী হয়ে নানা রঙের টিকিট লাভে সমর্থ হয়েছেন তাদেরতো উত্তেজনায় আজ ঘুমই হবার কথা না।

কিন্তু এই অঘ্রাণের অকাল বৃষ্টি বেরসিকের মত কাল থেকে ঝরেই চলেছে। এখন বৃষ্টি যদিও নাই কিন্তু আকাশের মুখ এখনো গোমড়া হয়ে আছে। রাতে আবার ঝরা শুরু হবে না একথা জোর দিয়ে কেউ বলতে পারবে না। কাল যদি রোদ ঠিক মতো না হয় তাহলে ওস্টেডিয়ামের মাঠ ভিজে চুবচুবে হয়ে থাকবে। সেই মাঠে তরুণদের অতি চঞ্চল পা পড়লে ভেজা মাঠ কর্দমাক্ত হতে থাকবে।

এই সব অনুষ্ঠানে শুধু কানমন পেতে গান শুনলেই হয় না। সাথে উদ্যাম নাচ নাচতে হয় সবাইকে। নইলে লোকে আবার ক্ষেত মনে করবে। ফলে ধরে নেয়া যায় আমাদের নব প্রজন্মের ডিজিটাল তরুণ সমাজ শাহরুখ স্পর্শে নৃত্য পরিবেশনে ঝঞ্জার মত আরো উদ্যাম হয়ে উঠবেন। ফলে মাঠে কাদার সাগর হয়ে উঠবে।

আমাদের মত যে সব নালায়েক দুর্ভাগা সেই মহতী অনুষ্ঠানের হীরকতুল্য টিকিটের পূতস্পর্শ পাইনি তাদের জন্য বৈশাখী টিভি সদয় হয়ে লাইভ সম্প্রচারের ব্যবস্থা রেখেছে। হাপুস নয়নে সেই মহার্ঘ্য অনুষ্ঠান দেখার জন্য, কাদা-নৃত্য দেখে নয়নমন জীবন সার্থক করার জন্য বেহুঁশ হয়ে অপেক্ষা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।