আমাদের কথা খুঁজে নিন

   

আমার কলম খাতা



আমার কলম খাতা আমার কথা কেউ শোনে না তাই একলা একা মনের কথা খাতায় লিখে যাই সবাই ভাবে কেমন বোকা ছেলে সময় কাটায় খাতার সাথে খেলে আমি তো ভাই খাতায় আমায় এঁকে কথার কথা লেখে খেলতে পারি মাঠে পা’য়ে কাদা মেখে হাঁটতে পারি হাটে আবার- ইচ্ছে হলে বিষ্টিতে যাই ভিজে কি যে মজা বিষ্টিতে না ভিজে মনে মনে ভিজছি আমি নিজে তোমরা কি তা পারো? মনে মনে মন্ডা মিঠাই খেতে পাখনা মেলে নীল আকাশে যেতে আমি পারি পারি কারণ আমার কলম খাতা আমার-ই সঞ্চারী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।