আমাদের কথা খুঁজে নিন

   

একটা ঘটনা সর্বোস্ব লজিক্যাল প্রশ্ন। ঘটনাটি মনযোগ দিয়ে পড়ুন তার পর পারলে একটা প্রশ্নের উত্তর দিন।দারুন মজা পাবেন।

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। একটা ঘটনা সর্বোস্ব লজিক্যাল প্রশ্ন। ঘটনাটি মনযোগ দিয়ে পড়ুন তার পর পারলে একটা প্রশ্নের উত্তর দিন।

দারুন মজা পাবেন। রেজা নামের ছেলে কোন এক বিয়ের অনুস্ঠানে অংশগ্রহনের জন্য ঢাকা থেকে চট্রগ্রাম যাবার পথে দূর্ঘটনা বশত ছিনতাই এর শিকার হলো। ছিনতাইকারী তার প্যান্ট ছাড়া বাকি সব নিয়ে গেল। এবং লোকটি যে বাস এ যাচ্ছিল সেটা মিস করলো। রেজা রাস্তা দিয়ে হাটছিল হঠাৎ একটা সুন্দর ড্রেসআপ করা স্মার্ট ভদ্রলোকের দেখা পেল।

ভদ্রলোকটি তাকে জিগ্ঞাস করলো তার এই দুঃঅবস্থার কারন কি। রেজা সব ঘটনা ঐ ভদ্রলোকের কাছে সব খুলে বললো। ঘটনা শুনে ভদ্রলোকের মন অনেক ব্যথিত হলো। ভদ্রলোকটি তার মেস বাড়িতে রেজাকে থাকতে দিল। সকালে উঠে একটা হোটেলে পেট ভরে রেজাকে নাসতা করালো।

রেজা খেয়াল করলো ভদ্রলোকটি হোটেল ম্যানেজার কে নাস্তার বিল দিতে চাইলো অনেক জোর করার পর ও হোটেল ম্যানেজার কিছুতেই বিল নিলো না। যেহেতু রেজা বিয়ের অনুস্ঠানে অংশগ্রহনে যাবে তাই ভদ্রলোকটি রেজাকে দামী জামা কিনে দিতে স্থানীয় মার্কেটে নিয়ে গেল। ভদ্রলোকটি রেজাকে একসেট দামী জামা কিনে দিল। দোকান মালিক কে জামা এর দাম পরিশোধ করে চাইলে অনেক জোর করার পর ও কিছুতেই দোকান মালিক জামার দাম নিলো না। ভদ্রলোকটি রেজাকে নিয়ে বাস স্ট্যান্ডে গেল।

চট্রগ্রামের একটা টিকেট কিনে দিলো। কিন্তু বাস কাউন্টার এর টিকেট বিক্রেতা ভদ্রলোকটির কাছে থেকে দাম পরিশোধ করে চাইলে অনেক জোর করার পর ও কিছুতেই টাকা নিলো না। রেজা ভাবলো হয়তো লোকটি অনেক প্রভাবশালী অথবা খুবই ভালো মানুষ তাই কেউ হয়তো এই জন্যই তার কাছে থেকে বিল নিচ্ছে না। বাস ছাড়ার সময় ভদ্রলোকটি রেজাকে বাস এ তুলে দিতে আসলো। ভদ্রলোকটি রেজাকে বললো অনেক দুরের পথ তাই চলার পথে টাকার প্রয়োজন হতে পারে।

তাই ভদ্রলোকটি রেজাকে 1000 টাকা দিতে চাইলো। রেজা প্রথমে মানা করলো পরে ভদ্রলোকটি জোর করায় টাকাটি নিলো। ভদ্রলোকটির কাছে থেকে রেজা টাকা নেওয়ার পর রেজা ভদ্রলোকটিকে ধন্যবাদ দিলো। হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটলো। ভদ্রলোকটি রেজার সাথে হ্যান্ডস্যাক করার পর হঠাৎ রেজার হাতে দাতঁ দিয়ে কামর লাগিয়ে দিলো।

দাতঁ দিয়ে কামড় দিয়ে আর ছাড়লো না। রেজা রক্তাক্ত হলো। এবং কোন রকম কামড় থেকে হাত ছাড়িয়ে ছুটে পালালো। এখন প্রশ্ন হলো " হোটেল ম্যানেজার, দোকান মালিক, টিকেট বিক্রেতা কেন ভদ্রলোকটির কাছে থেকে কোন বিল নেন নাই"? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।