আমাদের কথা খুঁজে নিন

   

আজব দেশের গজব কাহিনি।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

কায়রো আসার পর এক বড় (সিনিয়র) ভাইকে পেয়েছিলাম। জ্ঞানে গুনে ছাত্রদের শিরুমনি ছিলেন। তিনি গ্রামের ছেলে গ্রামের মাদ্রাসায় পড়ালেখা শেষ করে সারাসরি ভর্তি হয়েছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ট ইসলামিক বিশ্ববিদ্যালয় 'আল-আযহার' বিশ্ববোদ্যালয়ে। শুনেছি তিনি কোনদিন ঢাকায়ও আসেন নি।

চিটাগাংগের ছেলে, সেখান থেকে সরাসরি কায়রো। তাই পৃথিবির অনেক কিছুই তার নিকট অবাক মনে হতো। একশন ফিল্ম দেখলে হেসেই কুটি কুটি হতেন, আর বলতেন 'পৃথিবির মানুষদের শুধু পাগল হওয়া বাকি। আজ যদি তিনি বেঁচে থাকতেন এবং এই ছবিটি দেখতেন তাহলে বলতেন 'পৃথিবির মানুষ সত্যিই পাগল হয়ে গেছে'। --------- তিনি গত দুই বছর পুর্বে কায়রোতেই অসুস্থ হয়ে মারা গেছেন।

আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন। ছবিতে দেখা যাচ্ছে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধনি সেলুনে চুল কাটাচ্ছেন, তার চুলের স্টাইল করছেন বলিউড তারকা জন আব্রাহাম। এই দৃশ্য চিত্রায়িত করছে সে দেশের নাম করা টেলিভশন সাংবাদিকরা। যেই দেশে লক্ষ লক্ষ গড়িব মানুষ অনাহারে নিদ্রা যায় তাদের টেলিভষনের পর্দায় এনে তাদের আহারের ব্যাবস্থা করার মত কেহ নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।