আমাদের কথা খুঁজে নিন

   

ছি: নেমা - বলোনা তুমি সেইফ !! নায়ক - কিং চৌধুরী খ্যাত ব্লগার নায়িকা - এ সময়ের সাড়াজাগানো সবার হৃদয়ের রাণী সামু এবং ভিলেন - ভয়ংকর মডু



সামুর সথে পরিচয় ২০০৮ সালের শেষের দিকে। তখন থেকেই প্রায় নিয়মিত সামুতে ঘোরাঘুরি করা হয় । পড়তে খুব ভাল লাগে, তাই এখানে আমার সময় খুব ভালই কাটত । অনেক কিছু জেনেছি, শিখেছি সামু থেকে । এভাবেই সামুর সাথে আত্বার সম্পর্ক গড়ে ওঠে ।

এভাবে চলতে চলতে আমি সামুর প্রেমে পড়ে যাই । কিন্তু কমপিউটার এ বাংলা লেখায় খুব কাচা হওয়ায় কখনও এ প্রেমের প্রকাশ ঘটাতে পারিনা । কিন্তু প্রেম না মানে কোন বাধা । তাই সকল বাধা পেরিয়ে আজ হতে দুই মাস আগে রেজিষ্ট্রেশন করি সামুতে । প্রিয়তমা সামুর দেয়া ৭ দিনের শর্ত মাথা পেতে নিই ।

চোখে তখন প্রিয়তমার সাথে মিলনের রঙিন সপ্ন । মন আমার প্রিয়তমার মিলনের প্রতীক্ষায় বিভোর । মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ও সনে...........!!! প্রতিদিনই ঘুম থেকে উঠেই মনে হত আজই বোধহয় সেই আকাঙ্খিত দিন । এভাবে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাসও চলে যায় । মনে বাজে বিরহের সুর............ যায় দিন যায় একাকী..........তার বিহনে কেমনে বল থাকি......!!! এর মাঝে সেইফ হওয়ার আনন্দে যখন অনেকে মিষ্টি খাওয়ান তখন আমার প্রেমিক হৃদয় যন্ত্রনায় ক্ষত বিক্ষত হয় ।

মনে হয়........... পিরীত মানেই যণ্ত্রনা..........!!! যন্ত্রনা নিয়ে দিনানিপাত করতে থাকি । প্রিয়তমা আর আমার মাঝে । কেনো যেনো প্রিয়তমা সামুর মাঝে রাজনীতিবিদদের আচরণ খুজে পাই । যারা নির্বাচনের আগে ইশতেহার প্রদান করে , নির্বাচনের পর সব ভুলে যায় । প্রিয়ার এ আচরণে আমার হৃদয় আজ রক্তাত ।

মনে একটাই সুর........... আমার মরণ যাত্রা যেদিন যাবে, তোমার বাড়ীর সামনে দিয়ে........!!! এভাবে যণ্ত্রনা নিয়ে কতকাল থাকা যায় ?? মন চায় এ র্ভাচুয়াল জীবনের আত্নহননের মধ্য দিয়ে এ প্রেমকে অমর করে রাখি । হে আমার প্রিয়তমা সামু আজ তুমিই বল আমি কি করব ??? পরিশেষে, নতুন ব্লগারদের লেখা প্রথম পাতায় যায় না জানি । তারপরও কোন হৃদয়বান ব্যক্তি যদি এই পাগল প্রেমিকের আর্তনাদ কষ্ট করে পড়েন, তাকে অসংখ্য ধন্যবাদ । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।