আমাদের কথা খুঁজে নিন

   

দেশ কে মায়ের সমান করে ভালোবাসতে বলে -



সময় খুব দ্রুত গত হয়ে যাচ্ছে । সমাজের পরিবর্তনগুলো পাল্লা দিয়ে বাড়ছে । দিন দিন কেমন যেন মনে হচ্ছে চারপাশের পরিবেশ । আজ কোথাও সততার কোন মূল্য পাওয়া যাচ্ছে না । যারা নোবেল বিজয়ী তাদের নামে টাকা আত্মসাৎএর অভিযোগ আসে, এই জাতি কবে কখন তাদে;র নিজ ঠিকানার জানান দিবে জানি না ডিজিটাল শব্দটা এখন আর আগের মত ব্যবহার হয় না ১০ টাকা কেজি চালের কথা কেউ আর বলে না হরতালের লাভ ক্ষতি নিয়ে কেউ আর ভাবে না ইভটিজিং নিয়ে তত কথা সামাজিক শৃঙ্খলাবোধ পারিবারিক বন্ধন নিয়ে কেউ ভাবে না দেশ যেন চলে এক উদ্ভদ উটের পিঠে প্রতিদিন হত্যার খবর, সন্ত্রাস, চাদাবজি,টেন্ডারবাজি, সব মন্দের খবর সমাজের ঘটে যাওয়া ভালো খবর গুলো চোখেই পরে না বি.এস.এফ হাতে বাংলাদেশী মারা যাওয়ার পর ও সেই খবরের কাজগের প্রথম পাতায় কোন চিত্র দেখা যায় না এর ধোকাবাজি নয় কি ? মতের বিরোধ হলে তাকে আর সহ্য করা হয় না কেন এর উত্তর ও আমেদের জানা নেই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।