আমাদের কথা খুঁজে নিন

   

যে কাজ করবেন, ভালভাবে করবেন

আমার ব্যক্তিগত ব্লগ

কাজের চাপ জীবনে কম আসেনি। কিন্তু এখনকার মতো হয়তো আর কখনও আসেনি, সম্ভবত: আসবেও না। কিভাবে সব কাজ ভালভাবে ম্যানেজ করা যায় এ নিয়ে কম গবেষনা করিনি। আমার এক্সবস এসপেন একবার বলেছিলেন, প্রাইওরিটি অনুসারে কাজ সাজাও, তারপর টপ প্রায়োরিটি কাজগুলো করো, বাকি গুলোর দরকার নেই। জাস্ট ডিলিট।

আমি এভাবে যে করিনি তা নয়, তবে যেটা প্রায়োরিটি কম সেটার যে প্রয়োজন একেবারে নেই তা না। একেবারে বাতিল করাটা কি ঠিক হবে? জানা (মিসেস আরিল) বলেছিলেন, অনেক কাজ যখন একবারে আসে তখন মাথা খারাপ হয়ে যায়, তারপরও সব কাজ যখন ঠিক মতোন গুছিয়ে করি তখন খুব ভাল লাগে। কথা সত্যি। এরচেয়ে আনন্দের কিছু নেই। আমি যা করি, কাজের প্রয়োজন অনুসারে সাজাই।

তারপর চেস্টা করি একটার পর একটা করে যেতে, যতদুর সাধ্যে কুলায়। পরবর্তিতে সময় পেলে সেইগুলো ধরি। দেখা যায়, কিছু কাজ লিস্টের পিছনের দিকে থাকতে থাকতে আর করাই হয়না। কাজ পরে থাকলে ভাল লাগে না। একটা বইয়ে পড়েছিলাম, পরে করবো ভেবে রেখে দিলে সে কাজ আর করা হয়না।

কথা সত্যি। যেহেতু সব কাজ একবারে করার সময় পাইনা, তাই যে কাজই করি খুব ভালভাবে পারফেক্ট ভাবে করার চেস্টা করি। আমি দেখেছি, তাড়াহুড়া করে করলে পরে সেটাই আরো বড় সমস্যা হয় দাড়িয়ে যায়। এরচেয়ে ধৈর্য ধরে ভাল ভাবে করলে, কাজ তো ভাল হয়ই সেই সাথে আরো কিছু কাজও কমিয়ে দেয় পরবর্তিতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।