আমাদের কথা খুঁজে নিন

   

বনে বাঁদাড়ে.....৯

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম ।

বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই । ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ২ ।

এক পা ওয়ালা হাঁস, গোপালদী, আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি । ৩ । সিম, রারৈয়া ঢালা, শীতাকুন্ড থেকে তোলা ছবি । ৪ । জোঁক, সুংসাংপাড়া, বান্দরবান থেকে তোলা ছবি ।

৫ । পাথর তোলা। জাফলং সিলেট থেকে তোলা ছবি । ৬ । পাথরের উপর দিয়ে বয়ে চলা এই খড়স্রোতা নদীর নাম 'পা', এটা ভুটানের পারো থেকে তোলা ।

৭ । হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ার {রাহঃ} এর মাজার, বগুড়া । ৮ । বাদ্যযন্ত্র মেরামতের দোকান, ধামরাই থেকে তোলা ছবি । ৯ ।

বৃদ্ধ, পশ্চিমবঙ্গের কোন একটা গ্রাম থেকে তোলা ছবি । ১০ । পাথর, সেন্টমার্টিনের ছেড়াদিয়া দ্বীপ থেকে তোলা ছবি । ১১ । এই ছবিটি তুলেছি লাঙ্গলবন্ধের পূণ্যস্নান থেকে ।

১২ । চমৎকার এই গাছের ছবিটা তুলেছি, বিশ্বের সব চেয়ে বড় গ্রাম বানিয়াচং থেকে । ১৩ । মধুটিলা ওয়াচ টাওয়ার । এটা শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার সিমান্ত এলাকায় অবস্থিত একটা ইকোপার্কে অবস্থিত ।

এটায় দাড়িয়ে ভারতের ভেতরের অনেকটা এলাকা দেখা যায় । ১৪ । কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি । ১৫ । বাড়ি ।

এই ছবিটা সোনাদিয়া দ্বীপ থেকে তুলেছি । ১৬ । পাহাড়ি । এটা বান্দরবানের সিপ্পি পাহাদের রোনিন পাড়া থেকে তোলা ছবি । ১৭ ।

স্বপ্নপুরী । দিনাজপুর থেকে তোলা ছবি । ১৮ । গুটিয়া জামে মসজিদ । বরিশাল থেকে তোলা ছবি ।

১৯ । চিনা মাটির পাহাড় । বিরীসিরি, দূর্গাপুর থেকে তোলা ছবি । ২০ । এবারের বই মেলায় ।

দু'জন লেখক, একজন পাঠকের হাতে দু'জন লেখকের অটোগ্রাফ সহ বই । তিনজনই ব্লগার । বনে বাঁদাড়ে........১ বনে বাঁদাড়ে...... ২ বনে বাঁদাড়ে...... ৩ বনে বাঁদাড়ে......৪ বনে বাঁদাড়ে......৫ বনে বাঁদাড়ে......৬ বনে বাঁদাড়ে.....৭ বনে বাঁদাড়ে.....৮  ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।