আমাদের কথা খুঁজে নিন

   

ভালো থেকো, অনেক বেশী ভালো থেকো।

স্বেচ্ছায় বিবেক আমি তার কাছে শর্তাহীন বন্ধক রেখেছি।

ভালো থেকো, অনেক বেশী ভালো থেকো। মিথিলা, তোমাকে ডাকার মতো কোন শক্তিই আজ আমার অবশিষ্ট নেই। তবু... তবুও তুমিই একদিন বলেছিলে, "যদি কখনো আমাকে ফিরে যেতে হয়, তুমি যদি পিছন থেকে ডাকো ঝাঁপিয়ে পড়বো তোমার বুকে, শুষে নেব সবটুকু ভালোবাসা এঁকে দেব বেঁচে থাকার নতুন ছবি।" নাড়ির টানে ফিরে গেছ তুমি, আমার শত জীর্ণ সুতোর টান, কতটুকু তোমায় বেঁধে রাখতে পারে বলো? উড়ে যেতে চাইলে সুদুর আকাশে- যে আকাশে হাজারো নক্ষত্রের উজ্জ্বল্য, জোৎস্না বিধূর ভালোবাসা তোমার অমন অবাধ বিচরনে আমি বাধা দেবার কে? কোন মায়ায় তোমাকে বাঁধবো বলো? যদি সুতোর টানে ফিরে আসো কখনও, দেখবে- একলা ঘরে সেভাবেই পড়ে আছে অনন্ত ঠিক যেভাবে রেখে গেছ তুমি, উপরে বদলায়নি এতটুকু শুধু ভেতরে বদলে গেছে হৃৎপিন্ডের লাল রং! ভালো থেকো, অনেক বেশী ভালো থেকো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.