আমাদের কথা খুঁজে নিন

   

সেই পুরনো মাশরাফি

সন্দেহের আগুনে পুড়ে মরার চেয়ে বিশ্বাস করে ঠকাও অনেক ভাল।

মাশরাফি কোন মাপের বলার তা আর বলার প্রয়োজন নেই আশা করি। কিন্তু তিনি বাজে পারফরমেন্স করলে আমরা যতটা না হতাশ হই তার চেয়ে বেশী হতাশ হই তিনি ইনজুরিতে পরলে। বছরের অনেকটা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয় এই ইনজুরির কারনে। কিন্তু আবার বীরের মত ফিরেও এসেছেন।

এবারও ইনজুরি কাটিয়ে উঠেছেন কিন্তু বীরের মত আত্মপ্রকাশটা খুজে পাওয়া যাচ্ছেনা। জিম্বাবুয়ের সাথে সর্বমোট ৯ ওভার বল করেও কোন উইকেট পাননি। প্রথম ইনিংসে ৬ ওভার বল করার সুযোগ পেলেও দ্বিতীয় ইনিংসে ৩ ওভার বল করে আর ডাক পাননি। এটা অবশ্য ঠিক যে প্রতিপক্ষ স্পিন দ্বারাই কাবু হচ্ছে। মাশরাফি তার এই বাজে পারফরমেন্স এর অজুহাত দিচ্ছেন তার ম্যাচ প্র্যাকটিস এর অভাবকে।

তবে মাশরাফি তার ম্যাচ-এ ফেরার আশাবাদ ব্যাক্ত করেন এভাবে-"এখান থেকেই আমাকে ঘুরে দাঁড়াতে হবে। খেলতে খেলতেই পেরিয়ে আসতে পারব দুঃসময়। প্র্যাকটিসটা যেভাবে করছি, করে যাব। আর ম্যাচেও আগের চেয়ে একটু বেশি মনোযোগ দেব। " মাশরাফির মাশরাফিতে ফেরায় অভিন্ন আশাবাদ সিডন্সেরও।

প্রথম দুই ম্যাচের গড়পড়তা পারফরম্যান্সের বিশ্লেষণ ভিন্নভাবে করেছেন তিনি, 'আসলে গত সিরিজের প্রথম ম্যাচেই তো ও ইনজুরিতে পড়েছিল। এটিই হয়তো মনের কোণে উঁকিঝুঁকি মেরে থাকবে। এ কারণে মানসিকভাবে ঠিক ততটা উজ্জীবিত ছিল না মাশরাফি। কয়েকটি ম্যাচ খেললে ও নিজেতে ফিরে আসবে। ' সেটি কি এ সিরিজের কয়েকটি ম্যাচ? এবার অনিশ্চয়তায় দোলানো রহস্যময় হাসি সিডন্সের, 'কয়েকটি ম্যাচ খেলেও মাশরাফি ছন্দে ফিরতে পারে আবার কয়েকটি নেট সেশনেও।

' তাহলে কি আবার বাদ পরছেন মাশরাফি? সূত্রঃ কালের কণ্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।