আমাদের কথা খুঁজে নিন

   

মুভিপোস্ট-আ ট্রিবিউট টু টম হ্যাংকস

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

বছরতিনেক আগে মুভি দেখার যাত্রা শুরু হয়েছিলো এক ফ্রেন্ডের দেয়া ১টি ডিভিডির সৌজন্যে। সেখানে দা টার্মিনাল নামে একটা মুভি দেখে এক ভদ্রলোকের প্রেমে পড়েছিলাম। সময় বহুদূর গড়িয়েছে। সেই ভদ্রলোকের অনেক মুভিও দেখা হয়েছে। পুরনো সেই প্রেম আজও অটুট আছে।

আজ আমার সেই প্রিয় অভিনেতা টম হ্যাংকসের কিছু মুভির(আমার পছন্দের) শেয়ার করছি- ১.forrest gump একটা মাস্টারপীস ড্রামা। চোখের পানি ধরে রাখতে পারি নি মুভিটা দেখে। রান,ফরেস্ট,রান-ডায়লগটি হলিউডের অনেক মুভিতেই এরপর ফিরে ফিরে এসেছে। ২.cast away মুভিটার কাহিনী অনেকটা রবিনসন ক্রুসো টাইপ। হ্যাংকসের চরিত্রটা এখানে ফেডেক্সের এক কর্মকর্তার যে বিমান দুর্ঘটনায় পড়ে এক নির্জন দ্বীপে হাজির হয়।

অনেক সংগ্রাম করে টিকে থাকে সে। বহু বছর পর মুক্তি পেলেও ফিরে এসে দেখে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেছে। সবকিছু অর্থহীন মনে হয় তার । তবুও জীবন কি থেমে থাকে....? ৩.the terminal ভিক্টর নভোরস্কি(হ্যাংকস) ক্রাকোজিয়া নামের এক গৃহযুদ্ধপীড়িত দেশের বাসিন্দা। বিশেষ একটি উদ্দেশ্য সাধনের জন্য সে আমেরিকায় আসে।

কিন্তু কাস্টমসের লোকজন তাকে প্রবেশের অনুমতি দেয় না। সে এয়ারপোর্টেই দিন কাটাতে থাকে। সে কি পারবে তার উদ্দেশ্য পূরণ করতে??মুভিটার ট্যাগলাইন-life is waiting। ভার্সিটি এডমিশন টেস্টের সময় খানিকটা ডিপ্রেশনে ভুগছিলাম। তখন এই বাক্যটি বেশ প্রেরণা যুগিয়েছিলো।

৪.the ladykillers এবার ভিলেনের ভূমিকায় টম হ্যাংকস। মুভিটা যথেষ্ট হিউমেরাস। তবে সবার কাছে ভাল নাও লাগতে পারে। ৫.catch me if you can ডি ক্যাপ্রিও একজন জালিয়াত। হ্যাংকস একজন এফবিআই কর্মকর্তা।

একটি অসাধারণ চেজিং মুভি। ৬.saving private ryan যেকোন অলটাইম-বেস্ট ওয়ার মুভির লিস্ট করলে এটা অনায়াসে চলে আসবে। রায়ানরা চার ভাই যুদ্ধে যায়। ৩ ভাই মারা গেলে ৪র্থ জনকে (ম্যাট ডেমন) যুদ্ধক্ষেত্র থেকে ফেরত আনার দায়িত্ব বর্তায় হ্যাংকসের উপর। ৭.sleepless in seattle সাধারণ কাহিনীর উপর অসাধারণ মেকিংয়ের একটা রোমান্টিক মুভি।

এর কাহিনী নকল করে হিন্দী মুভি হয়েছিল একটা,সেটাও পপুলার হয়েছিল। মাতৃহারা পুত্রের সাথে পিতার সম্পর্ক নিয়ে ছবির কাহিনী যে কি না তার বাবার একাকীত্ব পূরণে উদ্যোগী হয়। ৮.philadelphia এন্ডি বেকেট(হ্যাংকস) একজন আইনজীবি। কাজ করে একটি ল ফার্মে। এইডসে আক্রান্ত হওয়ার কারণে তার অফিস তাকে চাকরিচ্যূত করে।

প্রতিবাদী হয় বেকেট। এই মুভিতে আরও পাবেন ডেন্জেল ওয়াশিংটন,আন্টনিও বান্ডেরাসকে। তিন বস একসাথে একমুভিতে। ৯.the green mile অন্যরকম সুন্দর একটা মুভি। যদিও দৈর্ঘের কারণে অনেকের ভাল নাও লাগতে পারে।

একজন জেলারের জীবনকাহিনী বর্ণিত হয়েছে যে জীবন সায়াহ্ণে এসে সব প্রিয়জনকে হারিয়ে ফেলে। কিন্তু তার নিজের আর মুক্তি মেলে না। ১০.road to perdition এবার এক সন্ত্রাসী গ্রুপের কিলারের ভূমিকায় হ্যাংকস,যে নিজের পেশার কারণেই বিপন্ন করে নিজ সন্তানের জীবন। বেশিরভাগ মুভিই অনেক আগে দেখা। কাহিনী সংক্ষেপ তাই স্মৃতির সাহায্য নিয়েই লেখা।

প্লট লেখার জন্য ওয়েবসাইট ঘাটাঘাটি আমার পছন্দ না। তাই ছোটোখাটো ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আর হ্যা,সিনেমাখোরদের যেকোন সাজেশন সাদরে গৃহীত হবে কারণ হ্যাংকসের অনেক মুভি এখনও দেখা হয় নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।