আমাদের কথা খুঁজে নিন

   

সৎ হতে হলে সৎ মানুষের সঙ্গী হতে হবে

Mahmood Khan

আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে সততা ও সত্যবাদিতার অভ্যাস গড়ে তুলতে হবে এবং সৎভাবে জীবনযাপন করতে হবে। আর সৎ হতে হলে সৎ লোকদের এবং নেক্কার লোকদের সংশ্রবে থাকতে হবে। তাদের সঙ্গী হতে হবে। তাহলে নিজেকে সৎ হিসেবে গড়ে তোলা সহজ হবে। সততা ও সত্যবাদিতার অভাবে আমাদের সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

সৎ মানুষের সংশ্রবে না থাকলে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে। খারাপ কাজে উদ্বুদ্ধ হয়। এ সম্পর্কে আল্লাহতাআলা বলেন, ‘হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক’। কথায় বলে, সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের ছেলেমেয়েরা সৎ সংশ্রব না পাওয়ার কারণে আজ ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে এবং দিন দিন এসব সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

যদি এসব ছেলে সৎ সংশ্রব পেত তাহলে এসব অপকর্ম করতে তাদের লজ্জাবোধ হতো এবং বিবেক তাদের বাধা দিত। কিন্তু পারিবারিক এবং সামাজিকভাবে সৎ সংশ্রব না পাওয়ার কারণে ছেলেরা বখাটেপনায় জড়িয়ে পড়ছে। মানব জীবন গঠনে সংশ্রবের শক্তিশালী প্রভাব রয়েছে। তাই সুন্দর জীবন গঠনের জন্য অলি-আউলিয়া এবং সৎ ও সত্যবাদী লোকদের সংস্পর্শে থাকতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন- ‘মানুষ সাধারণত তার বন্ধুর আদর্শের অনুগামী হয়।

সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য করা উচিত যে, সে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে’ (তিরমিজি)। রাসুলুল্লাহ (সা.) আরো বলেন- সৎ লোকের সোহ্বত ও অসৎ লোকের সোহ্বতের দৃষ্টান্ত, যথাক্রমে কস্তুরী বিক্রেতা ও কামারের হাপর ফুঁক দেয়ার ন্যায়। কস্তুরী বিক্রেতা হয়তো তোমাকে এমনিতেই কিছু সুগন্ধি দিবে অথবা এর সুঘ্রাণ তুমি পাবেই। পক্ষান্তরে কামারের হাপরের ফুলকি তোমার জামা-কাপড় জ্বালিয়ে দেবে অথবা এর দুর্গন্ধ তুমি পাবেই। (বুখারি, মুসলিম)।

অতএব, আমাদের সবাইকে সৎ লোকের সংশ্রবে থাকতে হবে এবং আমাদের ছেলেমেয়েদেরও সৎ সঙ্গীদের সঙ্গে যাতে চলা-ফেরা করে সে দিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় কোনো খারাপ সঙ্গীর খপ্পরে পড়ে যে কোনো সময় নিজের জীবনকে বিপন্ন করে তুলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমীন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।