আমাদের কথা খুঁজে নিন

   

ভাই আশরাফুল,তোমাকেই শুধু বলিতেছি। তুমি যদি আবার কোন দিন জাতীয় দলে খেলার চান্স পাও তবে .......

আমার জন্য আমি। কম কথা বলি। কাজ করতে চাই বেশি। বেশি খারাপ লাগে দেশের সামগ্রিক বিষয়ের দুষ্ট চক্রকে .....

কয়েকটা টিপস এই ছোটমুখের ১.ঔ অফ কাটার বা লেগ কাটার বলে যথা সম্ভব ছেড়ে খেল। ২.পুল খেলার লোভ আগামী ৩ টা সেন্চুরীর আগ পর্যন্ত বাদ দাও।

৩.সোজা ব্যাটে খেলা টা তোমার জন্য এখন জরুরী। ৪.আবার বেশি টাইট খেলতে গিয়ে জড়তা যেন না ধরে বসে। ৫.ঘরোয়া খেলায় আরো বেশি এক্সপেরিমেন্ট করে সময়োপযোগী শটস এর প্রাকটিস করো। ৬.আশরাফুল ভাই তুমি সোজাসুজি ব্যাট চালালেই কিছু বিরক্তিকর আউট থেকে বাচঁতে পার। ৭.ছোট ছোট টার্গেট নিয়ে ব্যাট কর।

যেমন আগে ১০ কারার চিন্তা। এটা হলে একে টেনে ২৫, তারপরে ৪০ , তারপরে ৫০, এটা পারলে ৭৫, আর যে ৭৫ করা পারবে, সে আশা করি ১০০ করতেও পারবে। ভাই এই কয়দিন ব্লগ পরে যা বুঝলাম, সবাই তোমার অবস্হাকে খারাপ থেকে খারপতর দিকে ঠেলছে। এরাই তোমার শক্তি। এদের উপর রাগ করো কিন্তু চরম জবাব দাও।

মনোযোগ হারাইওনা। আমাকে মেইল দিয়ো জাতীয় দলে ফিরলে। অথবা আগেই দিতে পার। আশা করি তুমি এই ব্লগে অন্তত ভিজিটর। তা না হলে কেউ না কেউ এমন যারা তোমার পরিচিত এবং এই ব্লগ পড়ে, তাদের মাধ্যমেও আমার ওই কথা জানতে পারবে হয়ত।

সবাই তোমার ফর্ম নিয়ে বিরক্ত , তোমাকে নিয়ে নয়। তোমাকে এই মিয়ার ছোট সালাম। আবার ১১ জনের একজন দেখার আশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।