আমাদের কথা খুঁজে নিন

   

ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ নিখুতভাবে রিমুভ করুন ফটোশপ সিএস ৫ দিয়ে



আপনারা হয়তো কেহ কেহ জানেন যে ফটোশপ সিএস ৫ ছবি থেকে অপ্রয়োজনীয় আংশ রিমুভ করা যায়। আর যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন। প্রথমেই এখান থেকে ছবিটি ডাউনলোড করে নিন। ফটোশপ সিএস ৫ খুলে আমার দেয়া ইমেজটি open করুন। কিবোর্ড থেকে P চাপুন পেনটুল আনার জন্য।

খেয়াল রাখবেন যেন পাথ সিলেক্ট থাকে। পেনটুল দিয়ে ছবির যেই অংশটি তুলবেন তার চার পাশ পেন টুল দিয়ে পাথ তৈরি করে নিন। এবার সিলেক্ট অংশে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে Make Selection এ ক্লক করুন। Make Selection বক্সে feather Radius = 0 pixels আর বাকি যা আছে সব ঠিক থাকবে। এবার Edit মেনু হতে Fill/ কি কিবোড হতে shift+F5 চাপুন।

Fill বক্স থেকে নিচের মত Use: Content-Aware করে দিন মুড নরমাল থাকবে,, অপাসিটি ১০০% থাকবে। আউটফুট নিচের মত পাবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।