আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী

কবিতার ছেলে।

ওগো অভিমানী কাজলের মেয়ে শুধু শুধু কেন তুমি অভিমান কর, শুধু শুধু কেন তুমি হৃদয়ের আঙ্গিনায় বিষন্ন বাতাস বহাও। ওগো অভিমানী লীলাবতি মেয়ে ঐ আকাশ কেন যায় ধেয়ে ক্ষণে ক্ষণে দূর থেকে দূরান্তে স্বপ্নগুলো উড়ন্ত, শুধু শুধু কেন ঝড়ে কাজলের চোখ হতে টিপটিপ ভালবাসার অশ্রুকণা বয়ে। যদি দ্বীপ থেকে দ্বীপান্তরে পারি দেয় কেহ আয়নায় চোখ রেখে রক্তমাখা মুখে অনুতপ্ত এ হৃদয় আমার বনবাসে তবু যাব চিরকাল বিনম্র হয়ে যদি তুমি পাশে থাক ও আমার অভিমানী কাজলের মেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।