আমাদের কথা খুঁজে নিন

   

গোটা দেশ ভাসছে ঈদের আনন্দে

আনন্দ, উদ্দিপনা আর ভাতৃত্বের মহিমায় শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে আকাশে রোদ ঝলমল করে উঠতেই নতুন পাঞ্জাবি পায়জামা আর মাথায় গোল টুপি পরে শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে বয়বৃদ্ধরাও ঈদুল ফিতরের নামায আদায় করতে ঈদগাহগুলোতে ছুটেছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করছেন। এরই মধ্যে গোটা দেশ ভাসছে ঈদের আনন্দে। চারদিকে আনন্দ, উল্লাস আর খুশির আমেজ।

সারাদেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। রাজধানীসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পশ্চিমাকাশে শাওয়ালের চাঁদ ভেসে উঠার পরই বিটিভিসহ সকল বেসরকারি টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং এফএম রেডিও থেকে ভেসে আসে চিরচেনা সেই গান 'ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশীর ঈদ'। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এ গানটি সবাই একবার হলেও গুন গুন করে গেয়ে থাকেন।  

ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।