আমাদের কথা খুঁজে নিন

   

"ভিন্ন গ্যালাক্সির নতুন গ্রহ" ও কিছু ভুল তথ্য

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের ত ই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝিঁ পোকার বাগানে নিমন্ত্রণ। http://zizipoka.com/

গত কালে যুগান্তরের এই সংবাদটিতে বেশ কটি ভুল করা হয়েছে, যা মোটেও উচিৎ হয় নি। আমরা একটি বড় দৈনিক পত্রিকা থেকে এমন সাধারন ভুল আশা করতে পারি না। আমি বানান ভুলের কথা বলছি না, বলছি তথ্যের ভুলের কথা। ভুল গুলি আমি আন্ডার লাইন করে দিয়েছি---- ভিন্ন গ্যালাক্সির নতুন গ্রহ ইউরোপীয় বিজ্ঞানীরা এই প্রথমবারের মতো মহাবিশ্বের বাইরের একটি গ্রহ খুঁজে পেয়েছেন এটির জন্ম আমাদের এই ছায়াপথের বাইরের একটি গ্যালাক্সি বা সৌরমণ্ডলে।

জানা গেছে গ্রহটি আকারে সবচেয়ে বড়। এমনকি এটি বড় গ্রহ বৃহস্পতির চেয়েও খানিক বড়। ভিন্ন সৌরমণ্ডলের গ্রহ আবিষ্কারের ঘটনা পৃথিবীর বিজ্ঞানীদের জন্য এই প্রথম এবং এ আবিষ্কার দারুণ সাফল্যের একটি ঘটনাই বটে। বিজ্ঞানীরা বলেন, আমাদের এই সুদীর্ঘ ছায়াপথের বাইরে সেই কোন সুদূরে পৃথিবী থেকে প্রায় দুই হাজার আলোকবর্ষ দূরত্বে এটি অবস্থান করছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই নবআবিষ্কৃত ভিন গ্রহটি ছয় থেকে নয় বিলিয়ন বছর আগে ছায়াপথ বা মিল্কিওয়েটি একটি ক্ষুদ্র সৌরমণ্ডলকে গোগ্রাসে গিলে ফেলার পর রয়ে যাওয়া কয়েকটি নক্ষত্রপুঞ্জেরই অংশ।

সম্প্রতি এক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে লেখা হয়েছে এটি হেলমি নামের একটি নক্ষত্রপুঞ্জেরই অংশ, যার বাকি অংশ নিঃশেষ হয়েছে ছায়াপথের আগ্রাসে। বিজ্ঞানীরা ছায়াপথের এই আগ্রাসী আচরণের নাম দিয়েছেন- ‘গ্যালাক্টিক ক্যানিবালিজম’। হাইডেলবার্গের মাক্স প্লাঙ্ক ইন্সটিটিউট ফর অ্যাসট্রোনমির জনি সেটিওয়ান বলেছেন, ‘যতদূর জানি এমন একটি গ্রহ আবিষ্কারের ঘটনা এটাই প্রথম। আমাদের সৌরমণ্ডলে এটি ঢুকে পড়েছিল ছয় থেকে নয় বিলিয়ন বছর আগে। ’ জানা গেছে, চিলির লা সিলা অবজারভেটরির ইউরোপিয়ান সাদার্ন ল্যাবরেটরিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্পেকটোগ্রাফ সংযুক্ত একটি সাড়ে সাত ফুটি টেলিস্কোপ ব্যবহার করে এই গ্রহ এবং এর কক্ষপথে ঘোরা নক্ষত্রটি নজরে এসেছিল।

এর নাম রাখা হয়েছে হিপ ১৩০৪৪ বি। রাইনার ক্লিমেন্ট নামের এক বিজ্ঞানী জানিয়েছেন, এই আবিষ্কারের ঘটনাটি চমকপ্রদ। তিনি বলেন, এটি আসলে অনেক দূরের একটি গ্রহ। এর আগে এমন ভিন্ন গ্যালাক্সির কোনও গ্রহ আমরা খুঁজে পাইনি। বিজ্ঞানী মনে করছেন, এই গ্রহটি যেন বা আমাদের ভবিষ্যৎ পৃথিবীর ছবিই আমাদের সামনে তুলে ধরেছে।

কেননা আজ থেকে পাঁচ বিলিয়ন বছর পরে আমাদের সূর্যের সমস্ত হাইড্রোজেন নিঃশেষ হয়ে গেলে পরে সেও একটি রক্তিম মৃত পর্যায়ে পৌঁছবে যেমনটি এই বামন গ্যালাক্সিটি একসময় পৌঁছেছিল। আর এভাবেই নিঃশেষ হয়েছিল তার অপরাপর সঙ্গী-সাথীরা। নিঃসঙ্গ এই ভিন গ্রহটির মতোই হয়তো একদিন পৃথিবীও নিষ্প্রাণ হয়ে যাবে। -সাদিকুল নিয়োগী পন্নী ভুলগুলি- ১। "মহাবিশ্বের বাইরের একটি গ্রহ খুঁজে পেয়েছেন।

" মহাবিশ্বের বাইরে না হয়ে হবে আমাদের ছায়াপথের বাইরে। মহাবিশ্ব হচ্ছে এমন একটি একক যার ভিতরেই সমস্ত কিছু রয়েছে। এর বাইরে কিছু থাকলেও আমাদের পক্ষ্যে তা জানা সম্ভব নয়। ২। যতদূর জানি এর আগে কমছেকম হাজারেরও উপরে ভিন্ন সৌরমণ্ডলের গ্রহ আবিষ্কার হয়েছে, আর এখানে বলা হচ্ছে এটাই প্রথম।

৩। এখানে বলা হয়েছে- "এই গ্রহ এবং এর কক্ষপথে ঘোরা নক্ষত্রটি"। একটি গ্রহের কক্ষপথে কি করে একটি নক্ষত্র ঘোরে? এটি হতে পারে যদি নক্ষত্রের চেয়ে গ্রহটি বড় হয়। কিন্তু তা কখনোই সম্ভব নয়। (কেনো সম্ভব নয় তার ব্যাখ্যা দিলাম না।

) ৪। তাছাড়া "একটি বামন গ্যালাক্সিটি" নয়, হবে "বামন তাঁরা বা নক্ষত্র"। বামন গ্যালাক্সি অনেক বড় বিষয়, এতো সহজে মরে না। বি.দ্র.: যদি লেখাটি এখানে এভাবে আলোচনায় কোনো সমস্যা থাকে তাহলে মডারেটারগন সরিয়ে ফেলতে পারেন। তবে সরানো হলে আমাকে জানানোর অনুরোধ রইলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.