আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ-৬২ ড্রাইভিং শেখা


যাদের গাড়ী আছে, তাদের গাড়ী চালানো শেখা অনেক সহজ। বাড়ীর কারো কাছে অথবা নিজেদের ড্রাইভারের কাছেই শিখতে পারে। অনেক ছোট বাচ্চাও ভাল গাড়ী চালানো শিখে যায়। যারা টাকা দিয়ে শিখতে যায়, তাদের কে গাড়ী চালানো শেখা প্রতিষ্ঠান যেখানে নিয়ে যায়, সেখানে যেয়ে শেখে। রাস্তায় রাস্তায় শেখে।

সেদিন পত্রিকায় প্রতিবেদন এলো সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারন ভুয়া ড্রাইভিং লাইসেন্স সহ আরো নানান কারন। আগে বিভিন্ন মাঠে শেখা যেত। বড় কোন খোলা জায়গায়, খেলার মাঠে। আজিমপুর সরকারী কলোনীর মাঠে বেশ হোত। বিভিন্ন কারনে এখন যত্রতত্র শেখা যায় না।

কিন্ত তারপরও ড্রাইভিং শেখা নিরাপদ এবং অব্যাহত আছে শেরে বাংলা নগর মাঠে। যেখানে আন্তর্জাতিক বানিজ্য মেলা হয়। অনেকেই সেখানে চলে যায় আর অনুশীলন করে। অনেক সময় ধরে। ভালমতন ড্রাইভিং শেখা হোক।

নিরাপদে গাড়ী সড়কে চলুক। জীবন হোক নিশ্চিন্ত। সাথে হোক প্রকৃত লাইসেন্স।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।