আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়া আর কাতারকে অভিনন্দন৷

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বিশেষ অভিনন্দন কাতারকে। যদিও এতে কতিপয় প্রাণ জ্বলে পুরে ছারখার হবে, পোষ্ট হবে অসংখ ব্লগ কিন্ত যেটা সত্য সেটা হলো তারা পরিশ্রমের মুল্য পেয়েছে, তারা বিশ্বকে বুঝাতে পেরেছে তাদের যোগ্যতার কথা। এমনকি তারা সেটা প্রমানও করবে যে তাদের হাতে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়ে ভুল হয় নি। তারা এটাও প্রমাণ করে দিবে যে মিডিল ইষ্টে শান্তি আছে, আছে নিরাপত্বা।

বিশ্বের আধুনিকায়নের সাথে পাল্লা দিয়ে দুবাই যেমন হয়ে উঠেছে বিশ্ব বানিজ্যের রাজধানি তেমনি কাতারও কোন দিক থেকে কম নয়। কাতারকে এই সম্মান পেতে কম কষ্ট কর্তে হয় নি, তাদের প্রতিযোগিতায় হারাতে হয়েছে 'অস্ট্রলিয়া' 'কোরিয়া রিপাবলিক' 'জাপান' ও শক্তিধর আমেরিকাকে। ফলাফল ঘোষনার পুর্ব পর্যন্তও বলাবলি হচ্ছিল জাপান পেতে যাচ্ছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের গুরো দায়িত্ব, কিন্তু সকলকে চমকে দিয়ে সেই সোনার হার কেরে নিল কাতার। আর তাই তো চোখের পানি মুছতে মুছতে কাতারের ফুটবল এসোসিয়শনের চেয়ারম্যান 'শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি' সম্মেলনে বললেন সবাইকে ধন্যবাদ, আমাদের হাতে দায়িত্ব তুলে দেবার জন্যে। আমাদের উপর আস্থা রাখার মর্যাদা আমরা রাখব।

ফিফার প্রেসিডেন্টও ঘোষনা দেন, আমিও এই ঘোষনা দিতে গর্ব বোধকরছি যে আমরা নতুন আয়োজকের হাতে ২০২২ সালের বিশ্বকাপের দায়িত্ব দিতে পারছি। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।