আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় হবে ২০১৮ বিশ্বকাপ? (বিশ্বকাপ ফুটবল আসর স্বদেশে পেতে শেষ মুহূর্তের তদবির)



আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা’র নীতি নির্ধারকরা আজ ভোটাভুটির পর ঘোষণা করতে যাচ্ছেন একাধিক বিশ্বকাপ আসরের আয়োজক দেশের নাম। পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ৪৪ বছর আগের ঘটনার। এদিকে, শেষ মুহূর্তের তদবিরে নেমেছেন বিশ্বকাপ ফুটবল আসর আয়োজনে আগ্রহী দেশগুলোর শীর্ষ ব্যক্তিত্বরা। ১৯৪৬ এবং ১৯৬৬ সালের পর এবার তৃতীয়বারের মতো ফিফা একইদিনে ঘোষণা করতে যাচ্ছে একাধিক বিশ্বকাপ আসরের আয়োজক দেশের নাম। তবে এবার নিজ দেশে বিশ্বকাপের আসর আয়োজনে আগ্রহীর সংখ্যা এতো বেশি হলেও তখনকার প্রার্থিতায় প্রতিটি আসরের জন্য আগ্রহী ছিল মাত্র একটি করে দেশ।

যাহোক, ২০১৮ এবং ২০২২ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলাগুলো আয়োজনে আগ্রহী দেশগুলোর মধ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে। আর এর মধ্যেই ঘটে গেছে উৎকোচের কলঙ্কসহ বেশ কিছু অনিয়মের ঘটনা। এই প্রেক্ষিতে শাস্তিও জুটেছে বেশ ক’জন নির্বাহী পরিষদ সদস্যের কপালে। যুক্তরাজ্যের পক্ষে জোর তদবির চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রিন্স উইলিয়াম এবং ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। স্পেন ও পর্তুগালের পক্ষে প্রচারাভিযানে মাঠে থাকছেন দুই দেশের প্রধানমন্ত্রী যথাক্রমে হোসে লুই রড্রিগেজ সাপাটেরো এবং হোসে সক্রেটিস।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রচারাভিযানে সুরিশে হাজির করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার ভিডিও বার্তা। ২০১৮ সালের আসরের জন্য লড়ছে যুক্তরাজ্য, রাশিয়া, যৌথভাবে নেদারল্যান্ডস ও বেলজিয়াম এবং স্পেন ও পর্তুগাল। আর ২০২২ সালের আসরের জন্য দৌড়ে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও কাতার [link|http://www.gnewsbd.com/?p=3569

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.