আমাদের কথা খুঁজে নিন

   

ছাঁদে রাখা টবের সারিরা... (ছবি আর গান)

অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/
ছাঁদে রাখা টবের সারিরা গাছ হয়ে ওঠো না কেন? ঘুন ধরা একশো কবিতা, কবি হয়ে ওঠো না কেন? হাঁটি হাঁটি পা, পায়ে চলা এক ছুটে সবুজ পাহাড় অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলে না কেন? শুধু এই জিজ্ঞাসা.... থাকে, এক জিজ্ঞাসা.... আয়নাটা গোলমেলে ভারি, ছায়াটাও উধাও কোথাও মন মরা ফাঁকা শূন্যতা পূর্নিমা হলে না তো আর রেলগেট ঘেঁসা পাতাবাহার কালোসাদা হলো না কেন? অথবা কাঁচের গুলিটা পৃথিবী হলো না কেন? শুধু এই জিজ্ঞাসা.... থাকে, এক জিজ্ঞাসা.... রং-তুলি মেখে আঁকা বাড়ী একা পড়ে আঁকার খাতায় মেটে লাল রোঁয়াকের সিঁড়ি ধাপে ধাপে কালের পাতায় আনমনা মন খারাপেরা গলিপথে দাঁড়াও কেন? একটানা কড়িকাঠ পাখা ঝড় হয়ে ওঠো না কেন? শুধু এই জিজ্ঞাসা.... থাকে, এক জিজ্ঞাসা.... - অঞ্জন দত্ত : গানে গানে ভালোবাসা গান ৪ মেগাবাইট ব্যাকআপ/ছবি বড় করে দেখা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।