আমাদের কথা খুঁজে নিন

   

নিউ জিল্যান্ডকে ৪/০ তে বাংলাওয়াশ করে আকাশে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামানোর জন্যই কি এই একাদশ খেলানো হয়েছে

কোন কোন সময় আমি একা হয়ে যাই

নিউ জিল্যান্ডকে ৪/০ তে বাংলাওয়াশ করে আকাশে উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামানোর জন্যই কি এই একাদশ খেলানো হয়েছে। কে নামালো এই একাদশ,আমি তার নামটা একটু যানতে চাই। হতে পারে মাশরাফি বাংলাদেশের দেশ সেরা বলার, হতে পারে আশরাফুল দেশ সেরা ব্যাটসম্যান। তাই বলে কি অনেক দিন দলের বাইরে থাকা তারা এসেই মূল একাদশে ডুকে পরবে। নিউ জিল্যান্ডের সাথে খেলা দলটা কে নামানো উচিৎ ছিল।

কেন প্রথম ম্যাচেই এই দলটা কে ভাঙ্গা হলো। এই সময়ে জাতীয় দলে মাশরাফি আশরাফুল এমন কি আহামরি খেলা খেলে ফেলছেন যে তারা দলে এলেই মুল একাদশে ডুকে পরবে। ভাল খেলতে থাকা রুবেল কে কেন দলে নেয়া হলো না, কেন নাঈম কে খেলানো হলো না, ভাল ফিল্ডিং করা রাকিবুল কে কেন নেয়া হলো না, কেন নাফিজকে দলের বাইরে রাখা হলো। যে যতই ভাল খেলুক না কেন মাশরাফি আশরাফুল দলে আসলেই তাদের জায়গা ছেরে দিতে হবে এবং তারা যা ইচ্ছা তাই খেলে যাবে। আজ সাকিবের কথায় আমি এক মত, সে তার মল একাদশ পায়নি এবং সে এই অধিনায়ক নিয়ে খুশি না।

তার কোন কথায় দল সাজানো হয় না। তা হলে কেন এই অধিনায়ক? কার কথায় দল সাজানো হয় আর কার কথায় দল চলে। যার কথায় দল চলে তাকে মাঠে নামিয়ে দেয়া হোক। আমি তাদের কে বলতে চাই যারা বাংলাদেশ দলকে নিয়ে খেলা করেন, দয়া করে বিশ্বকাপের আগে দলকে নিয়ে এমন খেলা খেলবেন না। আমরা বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশ ভাল কিছু করবে।

আমাদের এই স্বপ্ন আপনারা ভেঙে দিবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।