আমাদের কথা খুঁজে নিন

   

“ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন প্রতিবাদ করে ”

আমার এই পথ চলাতেই আনন্দ...

গত ২৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশিক্ষণার্থী চালকের গাড়ির ধাক্কায় ছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস,প্রতিবাদে উত্তেজিত ছাত্ররা গাড়ী ভাংচুর এর ঘটনাও ঘটায় । এর পর থেকে ছাত্রদের বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আচরন এর বিষয়টি আবার আলোচনায় আসে। সব সময়ই বলা হয় যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এসব হয় কিন্তু ভেবে দেখতে হবে যে তা কতটা তুচ্ছ ,তার অতীত কি। তীব্র ভর্তি যুদ্ধে জয়ী হয়ে তারা তো সেখানে পড়তেই যায় কিন্তু কেন প্রতিবাদী হয় ? তারা তো ইরাক বা আফগানিস্তানের মত কোন পরিবেশ থেকে আসেনা । কেন তারা রাস্তায় নামে - সেটা নিয়ে চিন্তা করা হয় না সেভাবে , কোন প্রতিবেদনও খুব একটা দেখিনা আমরা ;শুধু দেখি যে তারা প্রতিবাদী-বিদ্রোহী।

এবার কিছু প্রশ্নে আসি , বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন প্রকট আবাসন সমস্যায় থাকবে ? কেন মানসম্মত খাবার তারা পাবে না ? প্রয়োজনীয় চাহিদা মেটানোর সুযোগ পাওয়ার অধিকার কি তাদের নেই ? এমন কোন্ ভয়ংকর অপরাধী বিশ্ববিদ্যালয়ে থাকে যে সেখানে সেনা ক্যাম্প স্থাপন করতে হবে ? দেশের ভবিষ্যত কর্ণধরদের প্রতি কেন এতো অবিচার ? কর্ত্তৃপক্ষের এটা কি অজানা ? তাদের এই সকল অবহেলা-গুরুত্ত্বহীনতা থেকেই বিদ্রোহের জন্ম হয় । গত ২আগষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধীত বেতন-ফী কমানোর দাবিতে ভাংচুরের ঘটনা ঘটে। কিন্তু এরো আগে মানব বন্ধন-স্মারকলিপি প্রদান সহ নানা উপায়ে দাবী জানানোর চেষ্টা করা হয়েছে ,কিন্তু কোন কাজ হয়নি । বরং ঘটনার দিন প্রশাসনের নির্দেশে ছাত্র-ছাত্রীদের উপর নির্বিচার পুলিশী হামলা চালানো হয় এবং ক্যাম্পাস থেকে ৩০০ জন ছাত্রকে গ্রেফতার করা হয় সূত্র- (দৈনিক কালের কন্ঠ,০৩/০৮/২০১০), যার অনেক ছবিও তখন বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়। দৈনিক ‘প্রথম আলো’ ২৬/১১/২০১০ এর রিপোর্টেই বলা আছে গত বছর প্রশিক্ষণার্থী চালকের গাড়ির চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ২২ জুন মারা যান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এর স্ত্রী ।

এর পর ক্যাম্পাসে সব ধরনের প্রশিক্ষণ গাড়ি (ট্রেনিং কার) চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে আবার ক্যাম্পাসে গাড়ি চালানো হলো এবং দূর্ঘটনা ঘটল । এভাবে আর কতদিন চলবে ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।