আমাদের কথা খুঁজে নিন

   

দুটি ভগ্নাংশের অসমতার লেখচিত্র আকার পদ্ধতি।



যদি কোন অসমতায় দুটি ভগ্নাংশ থাকে, তাহলে তার লেখচিত্র আকার জন্য, ভগ্নাংশ দুটির মধ্যে যেটির হর বড় তাকে ১ম ও অপরটিকে ২য় ধরি। এখন ১মটির হর যত তত ঘর পরপর একটি করে দাগ (নিচের দিকে) দেই এরপর ২য়টির হর যত তত দাগ (নিচের) পরপর ক্রোমান্বয়ে সংখ্যা বসিয়ে যেতে থাকি। আবার ২য় সংখ্যাটির হর যত তত ঘর পরপর একটি করে দাগ (উপরের দিকে) দেই। এখন ১ম ভগ্নাংশটির লব যত ততটি দাগ (উপরের দিকের) পর ১ম ভগ্নাংটি হবে। এবং ২য় ভগ্নাংশটির লব যত ততটি দাগ (নিচের দিকের) পর ২য় ভগ্নাংশটি বসবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।