আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ছবি দেওয়ার আগে ভাবুন

আপনার তোলা ছবি কি ফেসবুকে আপলোড করতে বলেছে কাছের কোনো ঘনিষ্ঠ বন্ধু?  গবেষকেরা বলছেন, বন্ধুত্ব নষ্ট করতে না চাইলে ফেসবুকে ছবি আপলোড করা থেকে বিরত থাকুন।

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন, দ্রুত বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করার অন্যতম কারণ ফেসবুকে ছবি আপলোড। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়।

গবেষক ডেভিড হাফটন ও স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক বেন মেরডার ৫০০ ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে এ গবেষণা করেন। গবেষণায় তাঁরা দেখেন, ছবির বিষয়বস্তু ও মান সম্পর্কের ওপর প্রভাব ফেলছে।

গবেষকেরা জানান, ফেসবুকে যাঁরা অতিরিক্ত ছবি শেয়ার করেন, তাঁরা বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকিতে থাকেন। ফেসবুক বন্ধুরা ছবি পোস্ট করা ব্যক্তিকে এড়িয়ে চলেন এবং তাঁর ছবিও দেখেন কম। এতে বন্ধু, সহকর্মী ও স্বজনদের মধ্যেও দূরত্ব তৈরি হয়। ঘনিষ্ঠ সঙ্গীর ছবিও ঘন ঘন ফেসবুকে পোস্ট করার ফলে ঘনিষ্ঠতা কমে যায়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.