আমাদের কথা খুঁজে নিন

   

শীত : কারোও আনন্দের কারোও বেদনার

আমি ওসামা বিন নূর। আমি ভালবাসি নিজে সচেতন হতে এবং অন্যদের সচেতন করতে আর ভালবাসি লেখালেখি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিশুদের কিছু করা, কমিউনিটি সার্ভিস ইত্যাদি। আমি বাস্তবতায় বিশ্বাস করি। মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন তারা আমাকে নিয়ে অহংকার করতে পারে। আ

শীতের জামা কিনেছেন তো? এখন সময় অগ্রহায়নের মাঝামাঝি।

কিছু দিন পরই পৌষ মাসের আগমন। শীত পড়েছে কিছুটা। তবে গ্রামে অনেক আগেই ঘনকুয়াশায় শীত নেমেছে। শীতের জামা পরশা বসেছে মার্কেট গুলোতে। প্রতি শীতেই আমাদের নতুন শীতের কাপড় না হলে চলেই না।

নতুন মডেলের দামি শীতের জামায় নিজেকে আবৃত করে রাখি শীত মৌসুমটিতে। রাতের ঘুমকে শীত যেন স্পর্শ করতে না পারে গরম কম্বলে মোড়ানো থাকি আমরা। সেই ১০তলার এসি রুমে মেট্রেক্সের বিছানায় কম্বল জড়িয়ে ঘুমাচ্ছি। শীত আসলে যেন আরামের শেষ নেই...সেই কখন সকাল হল, ঘুম ভাঙ্গেনি এখনও ! এবার ভাবুন আপনার সেই ১০তলা বিল্ডিংয়ের নীচেই ইটের উপর মাথা রেখে জড়সীর্ণ কাপড় জড়িয়ে শীতের কাপুনিতে ঘুমাচ্ছে। তখন আমার মনে প্রশ্ন জাগে একেই কি বলে মানুষ মানুষের জন্য? আমরা কি পারিনা তাদের সহায়তা করতে? কত আড্ডা আর কত পার্টিতে হিসাব ছাড়া ব্যয় করি আমরা।

একটু ভেবে দেখেছি কি ১০০টাকার একটি শীতের জামায় একজন মানুষ মুক্তি পাবে শীতের তীব্রতা থেকে, সে হয়তবা হতে পারে আমার দাদার বয়সী, হতে পারে আমার নানার বয়সী, হতে পারে আমার বাবা-মার বয়সী, হতে পারে ভাই বোনের মত। আজ যদি এই দরিদ্র ঘরে জন্ম নিতাম আমি, আমার কি হত? আমরা কি পারি না মনটাকে প্রসারিত করে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া? আপনার পুরনো সুইটার, জ্যাকেট, শার্ট, টি-শার্ট, সেলোয়ার কামিজ, শাড়ি, ট্রাউজার, জিন্স, মাফলার, শিশুদের জামাকাপড় যে অব্যবহৃত সে গুলোর মাধ্যমে সহায়তা করতে পারেন। নতুন জামা ক্রয় করে সাহায্য করতে পারেন। আর্থিকভাবেও সাহায্যে এগিয়ে আসতে পারেন। 1° Initiative ২০০৯ সালে ঢাকা, খুলনা, রাজশাহী এবং সিলেট বিভাগের ১২টি জেলায় শীতবস্র বিতরন করে।

প্রায় ২৫০০ হাজার কম্বল এবং ১০,০০০ শীতের কাপড় অসহায়দের মাঝে বিলিয়ে দেয়। প্রতি বছরের ন্যায় 1° Initiative শীতবস্র বিতরণে এগিয়ে এসেছে। আপনাদের সহায়তা 1° Initiative পৌছে দিবে অসহায় দরিদ্রদের মাঝে। যারা সহায়তা করতে আগ্রহী তারা যোগাযোগ করুন : a) Mohammadpur & adjacent area Ashok Bissah 3/7 Asad Avenue, Mohammadpur Dhaka-1207 Phone: +880 1727 224499 b) Dhanmondi & adjacent area Tousif Farhad House 88, Road 15 (old), 8/A (new), Dhanmondi R/A, Dhaka- 1209 Phone: +880 1731 207020, +880 2 9141532 Email: c) Mohakhali & adjacent area Imran Chowdhury 74/D (3rd Floor), Apt. A5, Arjat Para, Mohakhali, Dhaka- 1212 Phone: +880 1913 641101, +880 1741 679666 Email: d) Gulshan, Banani, Baridhara & adjacent area Refaiyet Hossain House 62/D, Road-10, Banani, Dhaka-1213 Phone: +880 1927 548422 Email: e) Badda & adjacent area Mustafa Zaman Rajib Highway Homes, 5th Floor, Ka-32/6 Pragati Sarani (Bishwa Road) Shahjadpur, Gulshan, Dhaka-1212 Phone: +880 1730 357692 Email: f) Uttara & adjacent area Osama Bin Noor House 08 (2nd floor), Road 33, Sector 07, Uttara, Dhaka – 1230 Phone: +880 1611 058033, +880 1911 058033 Email: g) Bashundhora, nikunjo, khilkhet, kawla and adjacent areas Rezwanul Islam address: Ka, 107/D Uttarpara Khilkhet Dhaka-1229 email: , contact no.: 01912470159, 01671169877 h) New elephant road, katabon, hatirpol, poribag, central road Mim Rahman Anna address : dom-inno, flat no c 12, 170-171 elephant road, hatirpool, dhaka. email : contact no : 01675456669 i) Shamibag, sutrapur, Gopibag, gendaria Asif Yeasin Kabir address : 41/2 shamibag, sutrapur, dhaka. email : contact no : 01715717693 -- Project Coordinators: Zeeshan Alam House 466, Road 31, New DOHS, Mohakhali, Dhaka Phone- 01915471122 Email- Imran Chowdhury 74/D (3rd Floor), Apt. A5, Arjat Para, Mohakhali, Dhaka- 1212 Phone: +880 1913 641101, +880 1741 679666 Email: -- Or, if you want to volunteer and help us collect, sort and distribute, simply shoot us an email at - http://www.1di.org Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।