আমাদের কথা খুঁজে নিন

   

‘আহ্ প্রতিদিন যদি হরতাল থাকতো!’

mamun.press@gmail.com

‘আমার বাসা ফেনী শহরের পাচগাছিয়ায়, অফিস ট্রাংক রোড়ে। যানজট পার হয়ে প্রতিদিন বাসা থেকে অফিসে আসতে কমপে একঘণ্টা সময় নষ্ট হয় আমার। আজকে হরতালের দিন মাত্র ১৫ মিনিটে আমি অফিসে হাজির। আহ্, প্রতিদিন যদি হরতাল থাকত।’ মঙ্গলবার হরতালের দিন সকাল দশটায় ট্রাংক রোড়ের টং দোকানে বসে আয়েশ করে চা পান করছিলেন সরকারি অফিসের কর্মচারী মোঃ আবুল হোসেন । কথাগুলো তিনিই বললেন। ফেনীর শহরতলী বলে পরিচিত পাছগাছিয়া এবং সদর হাসপাতাল মোড়ের বাসিন্দাদের সাধারণ দিনগুলোতে ট্রাংক রোড়ে আসতে কমপে একঘণ্টা লাগে। যানজটে অতিষ্ঠ ফেনীবাসী তাই হরতাল-ঈদের মতো ফাঁকা ফেনীর প্রতীায় থাকেন। তিনি আরো বলেন ‘আগের দুইখান আর আইজ, মোট তিনখান হরতালে খুব মজা পাইছি। ঈদের সময় তো খালি দেখি, এই তিন দিনে বুঝছি ফাঁকা ঘুরতে কী মজা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।