আমাদের কথা খুঁজে নিন

   

মধু (বিশিষ্ট কবি বন্ধুর সদ্য প্রণয় লইয়া লেখা) --রম্য--

তবুও জীবন যাচ্ছে কেটে...জীবনের নিয়মে....

বন্ধু...কবি... ..তোমার সদ্য প্রণয়ে আমি সত্যই বিশেষভাবে আলোড়িত..কিন্তু তোমার প্রণয়-দর্শনে কিঞ্চিত দ্বিধাণ্বিত..তোমার এই দর্শন সত্তুর দশকে চলিলেও আজকালকার সমাজে ইহা 'অচল মাল' বলিয়া গণ্য হইবার পাশাপাশি তথাকথিত (বর্তমান সময়ে প্রচলিত শব্দ) "গার্লফ্রেন্ড" খানা হারাইও ফেলিতে পার..আমি তোমার অত্যন্ত ঘনিষ্ঠজন বলিয়া তোমাকে কিঞ্চিত উপদেশ খয়রাত করিতে চাই..ভাষায় আমি বড়ই অপটু..তবুও তোমার মত কবির সামনে ছড়াকারে লিখিলাম..আমার ধৃষ্টতা তুমি মার্জনার সহিত বিবেচনা করিবে..এই আশায় রহিলাম.. ..ইতি..তোমার বন্ধু।। "মধু যদি জমে মৌচাকে সাধু হয়ে না থেকে খেয়ে নিও ফাঁকে। ভাবো যদি রেখে ঢেকে খাবে তুমি পরে.. ঝরে যাবে সেই মধু অন্যের তরে। যৌবন জ্বালা বড় জ্বালা বাতাসে না জুড়ায়.. মনের জ্বালা দেহের জ্বালা কোথা গিয়ে জুড়াই। সাধুপুরুষ ছিলে তুমি ধরনি তার হস্ত.. অন্যের ঘরে চলে গেলে পাবে তুমি কষ্ট। তাই বলি..সাধুপুরুষ হয়ে তুমি থেকো না.. মৌচাকে মধু এলে জমিয়ে তা রেখো না। যখন যা করার করে ফেল তা.. 'সবুরে মেওয়া ফলে' আস্ত মিছা কথা।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।