আমাদের কথা খুঁজে নিন

   

২য় বাংলা ব্লগ দিবস চলে এলো:: কে কি ভাবছেন?

অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...

দেখতে দেখতে চলে এলো ডিসেম্বর; বিজয়ের মাস, আনন্দের মাস। বাঙালী জাতির ইতিহাসে ডিসেম্বর মাস অনেক বড় অর্জনের মাস, গৌরবের মাস। আনন্দের মাস সামহোয়ারইন ব্লগের জন্যও। সামহোয়ারইন ব্লগ... বাঁধ ভাঙার আওয়াজের পথচলা শুরু এই মাসেই। ২০০৫ সালের ডিসেম্বরের ১৫ তারিখ ব্লগার দেবরার ঐতিহাসিক পোস্ট প্রকাশের মধ্য দিয়ে শুরু হয় আজকের সামহোয়ারইনের। গত বছর ১ম বারের মত ১৯ ডিসেম্বর পালন করা হয় প্রথম বাংলা ব্লগ দিবস। বাংলা কমিউনিটি ব্লগিংএর পথিকৃত সামহোয়ারইনের জন্মদিনে অর্থাৎ ১৫ ডিসেম্বর ব্লগ দিবস পালনের পক্ষে মতামত থাকলেও দু'টি গুরুত্বপূর্ন জাতীয় দিবস (১৪ ডিসেম্বর- শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস) -এর কথা মাথায় রেখে ১৯ ডিসেম্বর ১ম বাংলা ব্লগ দিবস হিসেবে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় আসছে ১৯ ডিসেম্বর পালিত হবে ২য় বাংলা ব্লগ দিবস। সংযুক্তিঃ সামহোয়্যার ইন ব্লগ "বাঁধ ভাঙার আওয়াজ" এর জন্মমাসেই ''বাঙলা ব্লগ দিবস" পালন প্রসঙ্গ এবং আমাদের সবার অভিমতের সমন্বয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।