আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবিতে বিশ্বসেরা স্পিনারের আবেদন!!!



অদ্ভুত একটি চিঠি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাতে লেখা নয়, ই-মেইলে এসেছে একটি পত্র। পাকিস্তানের এক তরুণ বাংলাদেশে ক্রিকেট খেলা জন্য বায়না ধরেছেন। ক্রিকেট পরিচালনা বিভাগে আসা ওই চিঠিতে ১৭ বছর বয়সী ছেলেটি নিজেকে দাবি করেছেন বিশ্বসেরা স্পিনার হিসেবে। চিঠিতে লেখা হয়েছে,“ আমি আরশাদ হুসাইন।

১৭ বছর বয়সী এক পাকিস্তানী। আপনার দলের হয়ে ক্রিকেট খেলতে খুবই আগ্রহী। মুত্তিয়া মুরালিধরণের মতো আমি বিশ্বসেরা স্পিনার। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, বিশ্বের সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করবো। ” অনেক অনুনয় বিনয় করে আবেদনটি করেছেন পাকিস্তানের এই ক্রিকেটার।

নিজের সেল ফোন নম্বর দিয়েছেন চিঠিতে। একাধিক ই-মেইলের ঠিকানাও দেওয়া হয়েছে। কিন্তু বেরসিক বিসিবি কর্মকর্তাদের মন একেবারে ভরছে না। একজন বিশ্বসেরা স্পিনারের কদর বুঝলো না! সুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।