আমাদের কথা খুঁজে নিন

   

অন লাইনে আয় ও হরতালে আয়



প্রত্রিকায় এবং ব্লগে অনেক লেখা পড়েছি, যেমন- ঘরে বসে আয, অনলাইনে আয়। কিন্তু আসল কথা হলো আমাদের এখন ভেবে দেখা দরকার হরতাল থেকে কিভাবে আয় করা যায়। হরতালকে একটা আয়ের উৎস হিসাবে ভাবা উচিত। কারণ আমাদের সরকার এবং বিরোধীদল কেউ হরতালকে ছাড়তে পারবেন না। তারা উভয়েই হরতালকে ছাড়ার জন্য একমত হলেও হরতাল তাদেরকে ছাড়বে না।

সরকার বলে- হরতাল দেশের উন্নয়নকে বাধা গ্রস্থ করে। বিরোধীদল আবার এটাকে গণতান্ত্রিক অধিকার বলে দাবি করে। আমাদের দেশের সরকার এবং বিরোধীদল মুদ্রার এপিট ওপিট মাত্র। তাদের একই মুখে সরকার থাকা অবস্থায় হরতাল ক্ষতিকর আবার বিরোধীদলে থাকলে হরতাল আবশ্যক। বাঙালী জাতির ললাট থেকে হরতাল কখনো মুছে ফেলা যাবে না।

যে যত কথা বলুক না কেন হরতাল ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। বাঙালী জাতির ললাট থেকে এ চিহ্ন কেউ মুছে ফেলতে পারবে না (মুছতে দিব না)। তাই আসুন যারা মাথা ওয়ালা আমার ছেয়ে বুদ্ধিমান তারা একত্র হয়ে ভাবুন হরতাল কাজে লাগিয়ে কিভাবে উন্নয়নের হাতিয়ার হিসাবে তৈরি করা য়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।