আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের প্রকারভেদ (ছড়া)



ছোট্ট বাবুর ঈদের মজা নতুন জুতা-জামায়। নতুন সাথীর ঈদের খুশী আকাশ টেনে নামায়! ধনীর ঈদে রং বাড়াবে বিদেশ ফেরৎ বাজার। লক্ষ টাকার মামলা সেটা কূল পাবে না হাজার ! তার ছোটরা আসর বসায় শপিং মলে মলে সকাল দুপুর রাত্রিজুড়ে তাদের শপিং চলে। সব চে বড়ো ভীড় লেগে যায় পুরান চাঁদনী চকে; কেউ সেখানে বেজায় জেতে কেউ সেখানে ঠকে। তার পাশেতে বাজার জমে খোলা আকাশ তলে অল্প টাকায় ঈদের বাজার ফুটপাথে যে চলে ! পুরান কাপড় কিংবা জাকাত জুটছে কারো ঈদে কেউ থেকে যায় এসব ছাড়াই ভাগ্যে জোটে ক্ষিধে ! পথের হাজার অত্যাচারে বাঁধ মানে না মনে; ছুটছি সবাই গাঁয়ের পথে শিকড় অণ্বেষনে ! হরেক রকম মজায় ভরা ঈদ এসেছে ঘরে ঈদের খুশী ভাগ করেছি নিজের মতো করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.