আমাদের কথা খুঁজে নিন

   

আজ হরতাল চলিতেছে-আমার উপভোগ।

* আমি খুজে বেড়াই নিজেকে *

ব্যস্ত কর্মময় জীবনে হরতাল ঘোষনা একটু খানি শান্তি এনে দিলো। গতকাল ম্যানেজমেন্টের সাথে কথা বললাম হরতালে কি করব? তারা বললেন যারা আসতে পারবে তারা আসবেন। যারা পারবেন না তাদের ব্যপারে না নেই। কিন্তু অফিস খোলা যথারীতি থাকিবে। তাই সুযোগটা নিলাম।

সকালবেলা ঘুম থেকে ৬.৩০ এর পরিবর্তে ৯ টায় উঠলাম। বাসায় টুকটাক কাজ করলাম। আবার ১১টার দিকে ১ ঘন্টার জন্য ঘুমালাম। ঘুম থেকে উঠে আমার প্রিয় খিচুড়ি, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, গরুমাংস, রুইমাছ ভাজা দিয়ে বাসা থেকে লান্চ সেরে অফিসে যাওয়ার উদ্দেশ্য বের হলাম। বাসার বাইরে গলি রাস্তা থেকে রিক্সা নিয়ে মিরপুর ২নং থানার সামনে গেলাম।

পাবলিক বাস পাওয়া যাচ্ছে কিন্তু তাতে না উঠে একটা সিএনজি নিলাম সাভারে উদ্দেশ্যে ৩০০টাকায়। শালার সিএণজি ওয়ালা গাবতলী থেকে আবার গ্যাসো নিলো। মেজাজ ধরলো। ৩০টাকার গ্যাস নিলো দেখে মেজাজ আরো চড়ে গেলো। বকাঝকা করতেই বলে কিছুক্ষন পর তিনটা বাজবে গ্যাস পাবোনা তাই নিয়ে নিলাম।

মেজাজ কোন মতে ঠান্ডা করে অফিসে চলে আসলাম। এসে অফিস করতে বসলাম, নাকি ব্লগে বসলাম বুঝতে পারছিনা। দুটো কাজই সপাটে চালিয়ে যাচ্ছি। হরতাল মনে এনে দেয় যান্ত্রিক জীবনে দুপরশ শ্রান্তি ছোয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।