আমাদের কথা খুঁজে নিন

   

২০১৩ এর অস্কার বিজয়ী সব কয়টি মুভির ডাউনলোড লিংক

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে Argo (2012) ৭৫০ মেগার ব্লুরে রিপ টরেন্ট সেরা চলচ্চিত্র সহ জিতেছে ৩টি অস্কার। Life of Pi (2012) ৭৫০ মেগার ডিভিডি রিপ টরেন্ট। সেরা পরিচালক সহ জিতেছে ৪টি অস্কার। এই মুভি নিয়ে আগের রিভিউ পোষ্টঃ Mesmarizing মুভিঃ লাইফ অব পাই (Life of Pi) Lincoln (2012) ৭৫০ মেগার ডিভিডি স্ক্রিণার টরেন্ট সেরা অভিনেতা সহ জিতেছে ২টি অস্কার। Silver Linings Playbook (2012) ৭০৮ মেগা সাইজের ডিভিডি স্ক্রিণার টরেন্ট জিতে নিয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার।

Django Unchained (2012) ৭০৮ মেগা সাইজের ডিভিডি স্ক্রিণার টরেন্ট জিতেছে ২টি অস্কার। Les Misérables (2012) ৭০৪ মেগা সাইজের ডিভিডি স্ক্রিণার টরেন্ট অস্কার জিতেছে ৩ টি। Brave (2012) ৭০৫ মেগা সাইজের ব্লুরে রিপ টরেন্ট জিতে নিয়েছে সেরা আ্যনিমেশন মুভির খেতাব। Amour (2012) ৯০০ মেগা সাইজের ব্লুরে রিপ টরেন্ট বিদেশী ভাষার সেরা মুভি। ০০৭ ভচের Skyfall (2012) এর সাথে আমার ফেসবুক আইডি রাহাত খানের কোন দূরতমও সম্পর্ক নাই।

৯৫০ মেগার ব্লুরে রিপ টরেন্ট Anna Karenina (2012) ৮৫০ মেগার ব্লুরে রিপ টরেন্ট বিশেষ করে ফ্যাশন সচেতন মহিলা এবং পুরুষদের এই সিনেমা ভালো লাগা উচিৎ! ঠ্যাং নোটঃ ১. ডাইরেক্ট ডাউনলোড লিংক দিলাম না। কারো প্রয়োজন হলে জানাতে পারেন। ২. কয়েকটি সিনেমার স্ক্রিণার প্রিন্ট এসেছে মাত্র। প্রিন্ট গুলো খুবই চমৎকার, প্রিন্ট কোয়ালিটি এবং সাউন্ডের মান নিয়ে কোন সমস্যা নেই। ৩. এই মুভিগুলোর বাইরে ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম ক্যাটাগরিতে কিছুনন-কমার্শিয়াল ফিল্ম পুরস্কার পেয়েছে।

৪. নমিনেশনের বিস্তারিত ৫. নমিনেশনের বিস্তারিত বাংলায় (ব্লগার আমিনুল ইসলাম এর লেখা)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.