আমাদের কথা খুঁজে নিন

   

ভূত নিয়ে ভূতানীঃ বাংলাদেশের এনায়েতপুরে মানবজাতিতেই রয়েছে ভূত বংশ

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

ভূত নিয়ে কত কথায় না শোনা যায়। মামদো ভূত, গেছো ভূত, নিশি ভূত সহ কত ভূতের কাহিনীই না আমরা শুনেছি এবং পড়েছি। কিন্তু এবার মানব ভূতের কাহিনী শোনেন। সৈয়দপুর।

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার প্রত্যন্ত একটি গ্রাম। বর্তমানে গ্রামটিতে প্রায় চার হাজার মানুষ বসবাস করে। মোল্লা, সরকার, বেপারী বংশের পাশাপাশি এই গ্রামটিতে রয়েছে ভূত বংশ। জানা যায় প্রায় ৮০-৯০ বছর আগে এই বংশের মানুষগুলো ছিল কালো, লম্বাটে এবং সুস্বাস্থ্যের অধিকারী। ভূতের মতোই অসম্ভব কাজগুলো করত তারা।

তাই জমিতে তারা দিনের মতো সারা রাতেই কাজ করত। তাও ৪ জনের কাজ একাই। ১ বিঘা জমিতে সারা দিন পাট কাটতে যেখানে ১৫ জন শ্রমিক লাগে, সেখানে এক রাতে তারা ৪ জন মিলেই এ পাট কেটে সাবাড় করে ফেলত। সকালে এলাকার মানুষ ঘুম থেকে ওঠে মাঠের পাট বাড়িতে দেখে হতবাক হয়ে যেত, যা ভাবা হতো অনেকটা অলৌকিক বিষয়। যে জন্য এলাকার তথা আশপাশের মানুষ এদের নামের সঙ্গে ভূত বলার প্রচলন শুরু করে দেয়।

আর এই ভূত বংশের প্রায় ৪ শতাধিক মানুষ আর সবার মতোই সৈয়দপুর গ্রামে একত্রে বসবাস করছে। খবরটি নেওয়া হয়েছে এখান থেকে Click This Link ভূত বিষয়ক লিখা পড়ার জন্য নিচের লিংকগুলোতে যেতে পারেন:- ভূত নিয়ে একটি সত্য ঘটনা..... ভূত নিয়ে দ্বিতীয় সত্য ঘটনা..... ভূত নিয়ে তৃতীয় সত্য ঘটনা..... মানুষ খেকো দানব -ভয়ংকর অভিজ্ঞতা - ১ মানুষ খেকো দানব -ভয়ংকর অভিজ্ঞতা - ২ মানুষ খেকো দানব -ভয়ংকর অভিজ্ঞতা - শেষ পর্ব রক্তখেকো - ভয়ংকর এক রাক্ষসীর কাহিনী নারীবেশী ভূতটি দু দাঁত বের করে শুধুমাত্র একবার হাসলো ভূত নিয়ে চতুর্থ সত্য ঘটনা..... ১ম পর্ব ভূত নিয়ে চতুর্থ সত্য ঘটনা..... (শেষ পর্ব) আলৌলিক যত সব ভৌতিকতা - ১ আলৌলিক যতসব ভৌতিকতা - ২ আলৌলিক যতসব ভৌতিকতা ( সম্পূর্ণ ) ভয়ংকর এক রাত খাঁচার ভিতর অচিন পাখী-ভৌতিক ভূতাভিযান ভূতাভিজান - শেষপর্ব কানাওয়ালা ভূত ধরেছে ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ১ ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ২ ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ৩ ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ৪ ভূত নিয়ে ভূতানি (আমার ভূতবেলা) - ৫ ....................একটি ভৌতিক রাতের কাবজাব শিৎকার-চিৎকার....................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।