আমাদের কথা খুঁজে নিন

   

খেলুন যুদ্ধ্য নিয়ে অনলাইন গেম ট্রাভিয়ান

একজন নগন্য মানব।
http://www.travian.com/?uc=com4_7914 ট্রাভিয়ান যুদ্ধ্য নিয়ে খেলা। আপনার মতো পৃথিবীর যেকোন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ খেলেন। সবাই ১টি গ্রাম নিয়ে শুরু করে বিভিন্য আপগ্রেড আর উন্নয়নের মাধমে নিজের শক্তি বৃদ্ধি করে। এগেমের মূল থীম যেহেতু যুদ্ধ্য তাই, সৈন্য উৎপাদন এবং অপরকে আক্রমন করে তার রিসোর্স কেড়ে নেয়ার উপর বেশী নজর রাখতে হয়।

খেলায় আছে তিন প্রকার ট্রাইব যাদের নিজ নিজ শক্তি আর দূর্বলতা রয়েছে। ট্রাইব গুলো হলো, রোমান, টিউটন আর গল। প্রতিটি গ্রামেই চার রকম রিসোর্স থাকে। কাঠ, কাদা, লোহা আর খাদ্য। এই চারের সমন্বয়ে নতুন কিছু বানানো বা সৈন্য তৈরি করতে হয়।

এছাড়াও আছে আপনার গ্রামে বিভিন্নরকম বিল্ডিং। যেমন, স্টোরহাউজ, সৈন্য বানানোর জন্য ব্যারাক, অপরের আক্রমন থেকে রিসোর্স রক্ষা করার জন্য ক্রানী বা অপরের সাথে বানিজ্যের জন্য ট্রেডহাউজ। নিচে তিনটি ট্রাইবের ব্যাপারে বলা হলো, রোমানঃ এরা মোটামুটি আক্রমন বা ডিফেন্সে অলরাউন্ড পার্ফরমেন্স দেয়। এরা রিসোর্স আর বিল্ডিং ২ টাই একই সময়ে গড়তে করতে পারে। টিউটনঃ এরা মূলত আক্রমনাত্মক ট্রাইব।

এরা অন্যদের আক্রমন করলে তুলনামূলক ভাবে বেশী রিসোর্স ছিনিয়ে নিতে পারে। গলঃ এরা রক্ষনাত্মক দল। এরা আক্রমনের হাত থেকে বেশি রিসোর্স রক্ষা করতে পারে। আশা করি খেলে আপনাদের ভাল লাগবে। রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুনঃ http://www.travian.com/?uc=com4_7914
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.