আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি গনতন্ত্র? নাকি পরিবার তন্ত্র?

মাসুদ রানা

আমার বয়সটা খুব বেশী ও না আবার কম ও না ২৫/২৬ এর কাছাকাছি। বুঝ জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি বিএনপি ..... আওয়ামীলীগ ..... বিএনপি ..... আওয়ামীলীগ .... যদি ৬০/৭০ বছর বাচতে পারি তাহলেও হয়ত দেখব বিএনপি ..... আওয়ামীলীগ ..... বিএনপি ..... আওয়ামীলীগ .... । স্বাধীনতার ৪০ বছর হতে চলল। দেশ আগে খুড়িয়ে চলত এখন গড়িয়ে চলে। আর আমাদের দেখায় ডিজিটাল বাংলাদেশ।

হায়বে বাঙ্গালী কত বোকা !! একটি হরতাল দেশকে কতটুকু পিছিয়ে দেয় তা একবার ও ভাবে না। মুষ্ঠিমেয় কিছু লোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য হরতালের নামে গাড়ি ভাংচুর , অগ্নি সংযোগ, মারামারি এমনকি খুনাখুনি পর্যন্ত করে কিন্তু একবার ও ভাবে না যে গাড়িটা তার বাবার সম্পত্তি নয়। দেশের মধ্যে দুটি মাত্র প্রধান রাজনৈতিক দল তারা ইচ্ছে করলে মিলে মিশে দেশটাকে পরিচালনা করলে এ দেশ হতে পারত একটি সোনার দেশ। কিন্তু উভয় দলের কেউ ই তো তা করেই না তার উপর নতুন কোন দল যে মাথা উচু করে দাড়াবে তার অবকাশ টুকু ও নেই। এ যেন মামা বাড়ির সম্পত্তি।

আর উভয় দলের মন্ত্রী / এমপি সাহেবরা সারা জীবন ঐ মন্ত্রী / এমপি পর্যন্ত ই স্বপ্ন দেখা শেষ করে ফেলেন। তাদের মধ্যেও যে যোগ্যতা থাকতে পারে দেশ পরিচালনা করার এ কথা তারা বেমালুম ভুলে গেছেন। আর অপর দিকে আওয়ামীলীগ তৈরী করছে সজীব ওয়াজেদ জয় সাহেবকে যিনি হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী , আর বিএনপি তৈরী করছে তারেক রহমান সাহেবকে যিনি হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তাহলে বোকা বাঙ্গালী ভাবো এ দেশে কিসের চর্চা হচ্ছে গনতন্ত্র নাকি পরিবার তন্ত্র ? এ দেশ ৪০ বছর পূর্বে যেমন ছিল এখনো তেমনি আছে ইনশাআল্লাহ এমনি থাকবে। এ দেশের মানুষ পরিবর্তন চায় ...... একবার বিএনপি ..... আবার আওয়ামীলীগ।

....... এই ভাবে চলতেই থাকবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।