আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভি'র দুপুর ২টার খবর সব বেসরকারী চ্যানেলে কেন প্রচার করতে-ই হবে ????

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে।যোগাযোগ <<< photopagol@gmail.com >>>
বিটিভি এর দুপুর ২ টার খবর সব বেসরকারী চ্যানেলে প্রচার কে আপনারা কিভাবে দেখেন ???? আমার মনে হয় এটা বেসরকারী চ্যানেল এর উপর একটা ফাও খবরদারি ছাড়া আর কিছুই না। আর এটাও হতে পারে যে সরকারের সব জায়গায় জবরদস্তির একটা নমুনা দেখাতে চায়। কার মাথা থেকে এই আবাল মার্কা আইডিয়া বাইর হইছে !!!! তারে "টুভেল" পুরষ্কার দেওয়া উচিত। কতজন মানুষ যাদের ডিশ লাইন আছে এবং বিটিভি দেখে ???? আর সব চ্যানেলে দেখাইলেই কি পাবলিক রাগ করে শেষ-মেষ বিটিভি'র ২ টার "প্রলাপ" দেখবে ??? আপনাদের মতামত চাই এবং এর ভিত্তিতে সরকারের কাছে একটা স্বারকলিপি দেব ভাবছি। মতামত বলেন ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।