আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের বিএনপি মনষ্ক ব্লগাররা :রিভার্স এলার্ট

No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you

ব্লগের বিএনপি মাইন্ডেড ব্লগারদের নতুন একটা রিভার্স নিক থেকে সাবধান থাকার জন্যই মূলত এই পোস্টের অবতারণা ৷ ব্লগে আগের মত এখন আর সময় দিতে পারি না একদমই তারপরও যে একেবারেই চোখ বুলানো হয় না এমনটা না ৷ আর তাতেই লক্ষ্য করলাম জাতীয়তাবাদী আদর্শের আড়ালে চলছে অত্যন্ত সুন্দর একটা রিভার্স গেমের উৎসব ৷ ব্লগার kt মনোয়ার ,তার ব্লগ ঘুরে আসলে তার সম্পর্কে চারটি ধারণা নেয়া যেতে পারে এক.সে বিএনপি মনষ্ক ব্লগার(যা সে দাবি করছে) দুই.সে জামাতি ব্লগার(যা তার কিছু পোস্ট ধারণা দিচ্ছে) তিন.ছুপা জামাতি ব্লগার(যা অন্য ব্লগারদের ধারণা দেয়ার চ্যাষ্টা করা হচ্ছে) চার.রিভার্স নিক(যা সার্বিকভাবে তার ব্লগীয় কর্মকান্ড প্রমান করে) প্রথমটার জন্য দেখা যাক তার সাম্প্রতিক কিছু ব্লগ যে সকল কারনে জামায়াত শিবিরকে ভাল পাই: একজন থার্ড পার্সনের একটি বস্তুনিষ্ঠ পর্যবেক্ষন আমীরে জামায়াতের ছেলে মোমেন ভাইয়ের ফেইসবুক স্টেটাস থেকে জাতীয়তাবাদী আদর্শের একজন ব্লগারের পোস্ট জামায়াত ও নিজামীকে নিয়ে(যা কিনা সে দুবার পোস্ট করেছে) অথচ বিএনপিকে নিয়ে তার কোনো পোস্টই নেই ! এমনকি কিছুদিন আগে ম্যাডামের বাড়ি সংক্রান্ত ব্যাপার নিয়েও তার কোনই পোস্ট নেই ব্যাপারটা আশ্চর্যের নয় কি ?এছাড়াও নিজামীকে নিয়ে নিচে তার একটি কমেন্টর স্ক্রিনশট লক্ষ্য করেন যেখানে সে বলেছে নিজামীর মত নেতা নাকি বাংলাদেশে হয় নাই আর হবেও না,একজন বিএনপি মনষ্ক ব্লগার এতোটা ইডিয়েট না যে ওপেনলি এই ধরনের একটা বোল্ড এন্ড ব্লাইন্ড স্টেইটমেন্ট দিয়ে বসবে ৷ ১৪ তারিখের হরতাল সমর্থন করা না করা নিয়ে তার নিজের পোস্টে দেখুন তার করা কমেন্ট,লক্ষ্য করুন জাতীয়তাবাদী আদর্শের হয়েও সে কি বলছে যা কিনা বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করলে জামাতিরাও বলার কথা নয় দ্বিতীয়টার ক্ষেত্রে বলা যায় ব্লগের পাড় জামাতিদের আচরণ কেমন সেটা কম বেশি সবাই জানেন, একজন পাড় জামাতি ব্লগার নিজের পরিচয় লুকিয়ে রাখে না বা নিশ্চই তার ব্লগ প্রফাইলে এটা ঝুলিয়ে রাখার কথা নয় সুতরাং উইদআউট সেকেন্ড থট সে যে পাড় জামাতি ব্লগারও নয় এটা বলা যায় তৃতীয়টার ক্ষেত্রে বলা যায় একজন ছুপা জামাতির চ্যাষ্টা থাকবে অবশ্যই তার পরিচয় যতটা সম্ভব আড়াল করে জামাতকে সাপোর্ট করে যাওয়া ৷ কিন্তু এই ব্লগার পোস্ট দেয় কেন সে জামাতকে ভালো পায় বা নিজামীর নাতি নিজামিকে নিয়ে কি কবিতা লিখল সেটা ৷ কতটা মানানসই এটা একজন ছুপা জামাতির সাথে,অথবা ছুপা জামাতি নিশ্চই নিচের কমেন্টের মত করে এভাবে নিজের অবস্থান পরিষ্কার করবে না(কমেন্টের কথাগুলো ভালো করে খেয়াল করুন) চতুর্থটার ক্ষেত্রে বলা যায় উপরের তিনটা কেস ভালো করে লক্ষ্য করে নিজেই এবার জাজ করুন এটা কি ?শুধু তাই নয়,এটা কিন্তু এখানেই থেমে নেই ৷ এর পেছনে যে অন্য একটা গভীর উদ্দেশ্য নিহিত তা ধরার জন্য বিডিকে নিয়ে কয়েস আহমেদের পোস্টে করা তার কমেন্ট ভালো করে খেয়াল করুন বি.দ্র.:kt মনোয়ার পোস্ট ডিলিট করেও লাভ হবে না সব পুরো পোস্টের স্ক্রিনশট নেয়া আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.