আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালী জাতির সংজ্ঞা কি?

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

প্রতিটি জাতির একটি বা একাধিক বিশেষ বৈশিষ্ট থাকে। কোন জাতি ভদ্র-নম্র, কোন জাতি শিক্ষিত মার্জিত। কোন জাতি পরিশ্রমি বা অলস। বেটে-লম্বা, সাদা-কালো কোন কোন জাতি। আবার কোন জাতি গোষ্ঠি বা সম্প্রদায়ের চোখ ছোট কারও বা মন বড়। কোন জাতি সৎ আবার কেউবা অসৎ। কোন জাতি চমৎকার কথা বলতে জানে আবার কেউ একটা লাইনও বলতে পারে না। কোথাও শুনে ছিলাম, যারা ভালো বাংলা বলতে ও বুঝতে পারে এবং ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারে তারাই খাঁটি বাঙ্গালী! ভালো বাংলা? বাংলাদেশে কত % লোক রবীন্দ্র সংগীত বুঝে!? ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর কাঁটা বিঁধবে না! এমন কজন বাঙ্গালী আছে? সমাজ বিজ্ঞানের এক শিক্ষককে ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল, " বাঙ্গালী কি জাতি?" তিনি জবাব দিয়েছিলেন জারজ! তার চাকুরী হয়েছিল! এবং আমি যে স্কুলে পড়তাম সেখানেই। সর্বশেষ আবার শিরোনামটিঃ বাঙ্গালীর সংজ্ঞা কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.