আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে চট্টগ্রামের মতো ভরাডুবির ভয়েই কি সরকারের এই সিদ্ধান্ত!!!

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় সাদেক হোসেন খোকাকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে তাকে অপসারণ করে অবিলম্বে প্রশাসক নিয়োগ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সংসদের আসন্ন অধিবেশনে এ-সংক্রান্ত আইনের সংশোধনী বিল উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। আগামী ৫ ডিসেম্বর সংসদের এ অধিবেশন শুরু হবে। সভায় আইনটি সংশোধনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, মেয়াদোত্তীর্ণ কোনো জনপ্রতিনিধি যাতে ক্ষমতায় থাকতে না পারেন, সে জন্যই এ-সংক্রান্ত আইন সংশোধনের জন্য বলা হয়েছে। সভায় জানানো হয়, ঢাকা সিটি করপোরেশন ভেঙে দুটি সিটি করপোরেশন করা হচ্ছে।

নবগঠিত এ দুটো স্থানীয় সরকারের নাম ঢাকা নর্থ সিটি করপোরেশন এবং ঢাকা সাউথ সিটি করপোরেশন রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্যও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ সংশোধন প্রয়োজন। রহমত আলী এ ব্যাপারে বলেন, শুধু ঢাকা সিটি করপোরেশনই নয়, সব সিটি করপোরেশনের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসক নিয়োগের বিধানের জন্য নতুন সংশোধনীর প্রয়োজন। এ আইন পাস হলে ঢাকার মেয়রের মতো পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে কেউ আট বছর ক্ষমতায় থাকতে পারতেন না। দুর্নীতিও এত হতো না।

কমিটির সদস্য আশরাফ আলী খান বৈঠক শেষে সাংবাদিকদের জানান, শুধু ঢাকাই নয়, সব সিটি করপোরেশনেই প্রশাসক নিয়োগের বিধান রাখার কথা বলেছে কমিটি। এতো কিছু না করে সরকার দ্রুত নির্বাচন দিলেই পারে। নাকি আওয়ামীলীগ নির্বাচনকে ভয় পায়? চট্টগ্রামের মতো যদি এখানেও ভরাডুবি হয়। সূত্র- প্রথম আলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।