আমাদের কথা খুঁজে নিন

   

টুকিটাকি-১



ব্লগিং অনেকদিন ধরেই ব্লগে অনিয়মিত হয়ে পড়েছি। নতুনদের ভিড়ে পুরোন নামগুলোও আজকাল চোখে পড়ে না। ড্রাফটে অবহেলায় পড়ে আছে বেশ কিছু খসড়া লেখা। মাঝ মাঝে মনে হয় একটানে শুরু করে দেই। কিন্তু........ তারপরও যখন ব্লগের পাতায় চোখ বুলিয়ে যাই; তখন মনে হয় টুকুটাকি কিছু ছাইপাশ লিখে গেলেও মন্দ হতো না।

তবে, একটা ব্যাপার খুব ভালো বুঝে গেছি, সৌখিন লেখিয়েদের দৌড় খুব বেশী নয়। পড়াপড়ি ফেসবুকে এক বন্ধুর দেয়া তথ্যের সুত্র ধরে প্রথম চেতন ভগতের নাম শুনি। তার লেখা 'ফাইভ পয়েন্ট সামওয়ান' বইটা থেকেই নাকি 'থ্রি ইডিয়টস' ছবিটা করে হয়েছে। যদিও ছবিটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে ব্লগে; কিন্তু ছবিটি আমাকে সবসময়ই বুয়েট লাইফ আর স্থাপত্য পড়ার টানাপোড়েনের কথা মনে করিয়ে দেয়। 'ফাইভ পয়েন্ট সামওয়ান' নেট থেকে ডাউনলোড করেছি ঠিকই, কিন্তু মনিটরে পড়তে ইচ্ছা করে না।

সাগর পাবলিশার্সে খুঁজে টুজে চেতনেরই আরেকটি বই 'ওয়ান নাইট @কল সেন্টার' বইটা পেয়ে গেলাম। সুপাঠ্য নিঃসন্দেহে। সেখানেই আরেকটি বই পেয়ে গেলাম, নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা ৬, ৭। সেই ১৯৯৫ এর দিকে আগের খন্ডগুলি সংগ্রহ করেছিলাম। ছোট গল্পের গর্ব বলা হয় নরেন্দ্রনাথ মিত্র কে।

শেষভাগে এসে প্রতিটা গল্প যেভাবে মোড় নিত, খুব কম লেখকের লেখাতেই সেটা দেখা গেছে। ছোটগল্পে আগ্রহী পাঠকের অবশ্যই এই লেখকের লেখা পড়া উচিত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।