আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় বার্সেলোনা, ম্যান ইউ

২০১৩

জয়যাত্রা অব্যাহত আছে বার্সেলোনার। স্প্যানিশ লিগে আলমেইরাকে ৮-০ গোলে হারানোর পর এবার চ্যাম্পিয়নস লিগে গ্রিক লিগ শিরোপা জয়ী প্যান্থিনাইকোসকে ৩-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলেছে বার্সা। বিরামহীনভাবে গোল করে চলেছেন মেসিও। গতকাল প্যান্থিনাইকোসের বিপক্ষেও করেছেন একটি গোল। এ নিয়ে টানা ১০টি ম্যাচে গোল করলেন ফিফা বর্ষসেরা এ খেলোয়াড়।

শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডও সঙ্গী হয়েছে বার্সার। পেনাল্টি থেকে ওয়েইন রুনির শেষ মুহূর্তের গোলে রেঞ্জার্সের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ম্যান ইউ। নিজেদের মাঠে বার্সার বিপক্ষে প্রথমেই গোলের সুযোগ সৃষ্টি করেছিল প্যান্থিনাইকোস। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেজের অসাধারণ দক্ষতায় গোলবঞ্চিত করেন প্যান্থিনাইকোস স্ট্রাইকার ডিব্রিল সিসেকে। কিন্তু সাত মিনিট পরে বার্সাকে নিরাশ করেননি পেদ্রো।

দানি আলভেসের পাস থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছেন এই স্প্যানিশ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৬৭ মিনিটে বার্সার পক্ষে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। এদিকে দলের সেরা স্ট্রাইকার আবারও স্বরূপে ফেরায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার বহু নাটকীয়তা, ইনজুরি ইত্যাদি কাটিয়ে আবার মাঠে ফিরেই গোলের দেখা পেয়েছেন ওয়েইন রুনি।

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে স্কটিশ লিগ শিরোপা জয়ী রেঞ্জার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল ম্যান ইউকে। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তিই ঘটতে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে খেলার একমাত্র জয়সূচক গোলটি করে ম্যান ইউকে জয় উপহার দিয়েছেন রুনি। রয়টার্স সূত্র: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।